ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আকিল জামান ইনু

ইনস্টাগ্রাম ছাড়ছেন দুই প্রতিষ্ঠাতা

প্রকাশিত: ০৭:৩৭, ২ অক্টোবর ২০১৮

ইনস্টাগ্রাম ছাড়ছেন দুই প্রতিষ্ঠাতা

কোন কারণ ব্যাখ্যা না করেই গত সপ্তাহে ফেসবুকের মালিকানাধীন ফটো শেয়ারিং এ্যাপ ইনস্টাগ্রাম তাদের দুই প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম ও মাইক ক্রিগারের ইনস্টাগ্রাম ছেড়ে যাওয়ার কথা জানায়। উল্লেখ্য, ফেসবুক ইনস্টাগ্রাম কিনে নেয়ার পর সিস্ট্রম ও ক্রিগার যথাক্রমে ইনস্টাগ্রামের সিইও এবং সিটিওর দায়িত্ব পালন করছিলেন। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ কোন কারণ না জানালেও জল যে ঘোলা হচ্ছিল এমন ইঙ্গিত প্রথম পাওয়া যায় গত জুনে সিস্ট্রমের দেয়া এক সাক্ষাতকার থেকে। জুনে সিস্ট্রম ‘রিকোড’কে দেয়া এক সাক্ষাতকারে ইনস্টাগ্রাম পরিচালনায় জাকারবার্গের হস্তক্ষেপ নিয়ে কিছুটা পরিহাস করেছিলেন। তখনই আভাস মিলছিল সঙ্কটের। বাজারে জোর গুজব ইনস্টাগ্রাম পরিচালনায় জাকারবার্গের অতিরিক্ত হস্তক্ষেপ থেকেই সঙ্কটের সৃষ্টি। অন্যদিকে ইনস্টাগ্রাম ছেড়ে যাওয়ার কারণ নিয়ে মুখ খোলেননি সিস্ট্রম বা ক্রিগারও। সিস্ট্রম শুধু তার ব্লগ পোস্টে জানিয়েছেন তারা সাময়িক বিশ্রামে যাচ্ছেন। আর কাজ করতে চান নতুন কোন বিষয় নিয়ে। ঠিক কবে তারা ইনস্টাগ্রাম ছাড়ছেন সেটি জানা না গেলেও দিনটি যে দূরে নয়, এটি নিশ্চিত করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। অন্য এক সূত্র বলছে এ সপ্তাহেই প্রতিষ্ঠান ছেড়ে যাবেন দু’জন। গত এপ্রিলে ফেসবুকের মালিকানাধীন হোয়াটস এ্যাপের সহ-প্রতিষ্ঠাতা জ্যান কোম জানিয়েছিলেন প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার কথা। এমনিতেই ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা বিধান ও মিথ্যা রাজনৈতিক সংবাদ পরিবেশন নিয়ে দুর্দিন চলছে ফেসবুকের। এমন সময় এলো তাদের আয়ের অন্যতম উৎস ইনস্টাগ্রামের দুই প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার ঘোষণা। সব মিলিয়ে পাওয়া যাচ্ছে অভ্যন্তরীণ সঙ্কটের আভাস। ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গ অবশ্য দু’জনকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘তাদের সঙ্গে কাটানো সময়গুলো আমি যেমন উপভোগ করেছি, তেমনি গত দু’বছরে আমি অনেক কিছুই শিখেছি তাদের কাছে। আমি তাদের নতুন পদক্ষেপ দেখার অপেক্ষায় আছি।’ দুই প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার বিষয়টি প্রথম জানায় নিউইয়র্ক টাইম। সিস্ট্রম এবং ক্রিগারের প্রথম পরিচয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। দু’জনেই ২০১০-এ ইনস্টাগ্রাম প্রতিষ্ঠার পূর্বে আলাদাভাবে কাজ করেছেন সিলিকন ভ্যালিতে। ২০১২তে এক বিলিয়ন ডলারে ইনস্টাগ্রাম কিনে নেয় ফেসবুক। এই ফটো শেয়ারিং এ্যাপটি প্রতিমাসে ব্যবহার করছেন প্রায় ১ বিলিয়ন ব্যবহারকারী। মেসেজিং, শর্ট ভিডিওর মতো ফিচার যোগ করায় এর ব্যবহার ক্রমশই জনপ্রিয় হয়ে ওঠে। স্ল্যাপচ্যাটের অনুকরণে ২০১৬ যোগ করে স্লাইড শো যা মিলিয়ে যাবে চাব্বিশ ঘণ্টা পর। ধারণা করা হচ্ছে- সারা বিশ্বে ইনস্টাগ্রাম এ বছর আয় করবে আট বিলিয়ন ডলার। ফেসবুকের ইমেজ সঙ্কট, ইউরোপে নতুন প্রাইভেসি আইন সত্ত্বেও ইনস্টাগ্রাম তার বাজার ধরে রেখেছে। এখন দেখার অপেক্ষা সিস্ট্রম-ক্রিগারের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলে ইনস্টাগ্রামে। আরও অপেক্ষার পালা দুই মেধাবী তরুণ নতুন কী নিয়ে আসছেন সেটি দেখার।
×