ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোল্ট্রি শিল্পে খাদ্যের ভেজাল নির্ণয়ে প্রযুক্তি

প্রকাশিত: ০৭:২৬, ২ অক্টোবর ২০১৮

পোল্ট্রি শিল্পে খাদ্যের ভেজাল নির্ণয়ে প্রযুক্তি

এখন থেকে পোল্ট্রি শিল্পে খাদ্য উপকরণের ভেজাল ও গুণগতমান নির্ভুলভাবে নির্ণয় করবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। রবিবার সংস্থাটির ইনস্টিটিউট অব টেকনোজি ট্রান্সফার এ্যান্ড ইনোভেশন- আইটিটিআই এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান বিজ্ঞানীরা। এছাড়াও রিয়েল টাইম পিসিআর দিয়ে মানুষের জটিল রোগ এবং খাদ্যে ভেজাল নির্ণয় করার প্রযুক্তিও চালু করেছে শিল্প ও গবেষণার শীর্ষ এই সরকারী প্রতিষ্ঠান। গবেষকরা জানান, আইটিটিআই প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ খাদ্য উৎপাদনেও বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের পাশে থাকবে। প্রতিষ্ঠানটি ঘরে মাছ চাষ ও বিষমুক্ত শুঁটকি উৎপাদনের অত্যাধুনিক প্রযুক্তিও তৈরি করেছে বলে জানান বিজ্ঞানীরা। -অর্থনৈতিক রিপোর্টার
×