ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অনলাইন লেনদেনে সতর্ক থাকার পরামর্শ

প্রকাশিত: ০৭:২৫, ২ অক্টোবর ২০১৮

অনলাইন লেনদেনে সতর্ক থাকার পরামর্শ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডিজিটাল যুগে অনলাইনে তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের ক্ষেত্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কর্মকর্তাদের সতর্ক নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) মিলনায়তনে এফবিসিসিআই এবং ফ্রেডরিখ ন্যুউম্যান ফাউন্ডেশনের (এফএনএফ) উদ্যোগে আয়োজিত অনলাইনের নিরাপত্তা বিষয়ক কর্মশালায় এ মত প্রকাশ করেন তারা। তথ্য প্রযুক্তি খাত এবং ডিজিটাল সিকিউরিটি বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষক কর্মশালা পরিচালনা করেন। দিনব্যাপী কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ দেয়া হয়। কর্মশালায় বক্তারা বলেন, দৈনন্দিন দাপ্তরিক কাজে ব্যবহৃত ইলেক্ট্রনিক ডিভাইস যেমন- কম্পিউটার, স্মার্টফোন ইত্যাদি ব্যবহারে তথ্য ও ব্যবহারকারীর নিরাপত্তা জোরদার করতে হবে। একইসঙ্গে অনলাইনে তথ্য সংগ্রহ ও আদান-প্রদান ও ডিজিটাল আর্থিক লেনদেনে ক্ষেত্রে যথাযথ সতর্কতা জরুরী।
×