ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২৩.৪০ কোটি ডলার জরিমানা থেকে মাফ পেল এ্যাপল

প্রকাশিত: ০৭:২৫, ২ অক্টোবর ২০১৮

২৩.৪০ কোটি ডলার জরিমানা থেকে মাফ পেল এ্যাপল

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনকে আর ক্ষতিপূরণের অর্থ দিতে হবে না এ্যাপলের। এর আগে পেটেন্ট ব্যবহার নিয়ে ইউনিভার্সিটির করা মামলায় ক্ষতিপূরণ হিসেবে ২৩.৪০ কোটি ডলার জরিমানা গুনতে এ্যাপলকে আদেশ দিয়েছিল আদালত। ওই আদেশের বিরুদ্ধে আপীল করে উচ্চতর আদলতে রায় নিজেদের পক্ষে নিতে পেরেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্ট অব আপীল জানিয়েছে, এ্যাপল আইনিভাবেই এই বিচার পায়। কারণ, বিচারকরা ২০১৫ সালের শুনানিতে দাখিল করা প্রমাণের ওপর পেটেন্ট লঙ্ঘনের নজির পাননি, খবর রয়টার্স-এর। উইসকনসিন এ্যালামনাই রিসার্চ ফাউন্ডেশন বা ডব্লিউএআরএফ ২০১৪ সালে এ্যাপলের বিরুদ্ধে এই মামলা করে। এতে বলা হয়, এ্যাপলের আইফোন ৫এস, ৬ এবং ৬ প্লাস স্মার্টফোনে ১৯৯৮ সালে করা একটি পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে। ওই পেটেন্টে ব্যবহারকারীদের নির্দেশনা অনুমান করে পারফরমেন্স উন্নত করার একটি মাধ্যম নিয়ে বর্ণনা করা হয়। আপীল আদালতের প্রধান বিচারক শ্যারন প্রস্ট বলেন, এই মামলায় বিচারে যুক্তিযুক্তভাবে কোনো পেটেন্ট লঙ্ঘন পাওয়া যায়নি। এ নিয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও এ্যাপল ও ডব্লিউএআরএফ-এর আইনজীবীদের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। কোন সাড়া দেয়নি এ্যাপলও। ২০১৫ সালে পেটেন্ট আইন লঙ্ঘনের দায়ে এ্যাপলকে ২৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলারেরও বেশি জরিমানা দিতে আদেশ দেয় আদালত। এতে ৮৬ কোটি ২০ ডলার জরিমানা দাবি করেছিল ডব্লিউএআরএফ।
×