ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এখন অনলাইনে শেয়ার বেচাকেনার কার্যক্রম

প্রকাশিত: ০৭:২৪, ২ অক্টোবর ২০১৮

এখন অনলাইনে শেয়ার বেচাকেনার কার্যক্রম

অর্থনৈতিক রিপোর্টার ॥ গেল কয়েকবছরে তথ্যপ্রযুক্তির ছোঁয়া বেশ ভালভাবেই লেগেছে পুঁজিবাজারে। এখন দুই স্টকক্সচেঞ্জেই বাড়িয়েছে অনলাইনে শেয়ার বেচাকেনার কার্যক্রম। ফলে বেড়েছে বিনিয়োগকারীদের সরাসরি অংশগ্রহণও। প্রযুক্তির এসব ইতিবাচক খবরের পাশাপাশি রয়েছে নেতিবাচক ব্যবহারও। গেল কয়েক বছরে শেয়ার বেচাকেনা নিয়ে, নানা প্রলোভন আর গুজব ঘুরছে ফেসবুকসহ অন্য যোগাযোগ মাধ্যমে। দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোর নামে চলছে চটকদার বিজ্ঞাপন। বেশির ভাগ নামসর্বস্ব কোম্পানির শেয়ারের দাম ৩শ’ থেকে ৪শ’ শতাংশ বাড়ার নিশ্চিত খবরে সয়লাব ফেসবুক পেজগুলো। এতে লোভে পড়ে প্রতারিত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। শুধু তাই নয়, টাকার বিনিময়ে ‘শেয়ারের নাম বা আইটেম’ বিক্রি করছে কোন কোন ফেসবুক এ্যাডমিন। মোবাইল লেনদেন মাধ্যম ব্যবহার করে টাকার বিনিময়ে বলে দিচ্ছেন কোন শেয়ারের দাম বাড়বে, তার আগাম খবর। আর এ ফাঁদে পা দিয়ে আমছালা দুটোই হারাচ্ছেন অনেকেই। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, এতে যে শুধু বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, নষ্ট হচ্ছে বাজারের ভারসাম্যও। তাদের মতে, এমন প্রচারণা বন্ধে বাজার নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্টদের হতে হবে আরও মনযোগী। বিনিয়োগকারীদের চাহিদা মাথায় রেখে, পরামর্শ প্রতিষ্ঠান নিবন্ধন দেয়ার সুপারিশও করেন তারা।
×