ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহ্জালাল ইসলামী ব্যাংকে নতুন এমডির যোগদান

প্রকাশিত: ০৭:২৪, ২ অক্টোবর ২০১৮

শাহ্জালাল ইসলামী ব্যাংকে নতুন এমডির যোগদান

৩৪ বছরের অধিক ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার জনাব এম. শহীদুল ইসলাম শাহ্জালাল ইসলামী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে ০১ অক্টোবর যোগদান করেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পূর্বে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এম. শহীদুল ইসলাম উক্ত ব্যাংকে যোগদানের পূর্বে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।-বিজ্ঞপ্তি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হিলিতে অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২০ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে হিলি কাস্টমস। দেশের দ্বিতীয় বৃহত্তম এ স্থলবন্দরের ভারতের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ ভাল হওয়ায় চাহিদার অধিকাংশ পণ্যই আমদানি-রফতানি হয় এ বন্দর দিয়ে। এবার জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেড়েছে রাজস্ব আদায়। উত্তরাঞ্চলের ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ এ স্থলবন্দর। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। বৈষম্য দূর করলে রাজস্ব আদায় আরও বাড়বে বলে আশাবাদ বন্দরের ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা জানান, হিলি স্থলবন্দরে ব্যাপক পরিমাণ আমদানি হচ্ছে। সরকার এখানে রাজস্ব আয়ের যে টার্গেট দিয়েছে, তার চেয়ে বেশি আদায় হয়েছে।
×