ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদেশীদের ক্রয়-বিক্রয় বেড়েছে

প্রকাশিত: ০৭:২২, ২ অক্টোবর ২০১৮

বিদেশীদের ক্রয়-বিক্রয় বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের মাসের চেয়ে সেপ্টেম্বরে বিদেশীদের শেয়ার ক্রয়-বিক্রয় বেড়েছে। এতে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, সেপ্টেম্বর মাসে বিদেশীরা মোট ৪৫৯ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। যা গত আগস্ট মাসে ছিল ৩৫৭ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা। এক মাসের ব্যবধানে বিদেশীদের লেনদেনের পরিমাণ বেড়েছে ১০২ কোটি টাকা। গত মাসে বিদেশীরা ২৪৭ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার কিনেছে। আগস্ট মাসে বিদেশীরা ১৭৬ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার কিনেছিল। এক মাসের ব্যবধানে বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার কেনা বেড়েছে ৭১ কোটি ৪৮ লাখ টাকা। বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার কেনার পাশাপাশি বেড়েছে বিক্রির পরিমাণও। গত মাসে তাদের শেয়ার বিক্রির পরিমাণ ছিল ২১২ কোটি ৩৪ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার সম্পদ পুনর্মূল্যায়ন করেছে ফনিক্স ফিন্যান্স আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফনিক্স ফিন্যান্সের পরিচালনা পর্ষদ সম্পদ পুনর্মূল্যায়ন অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির স্থায়ী সম্পদ পুনর্মূল্যায়ন করেছে চাটার্ড এ্যাকাউন্টেড কোম্পানি মালেক সিদ্দিকি ওয়ালি। প্রতিবেদন অনুযায়ী, পুনর্মূল্যায়নের পর কোম্পানির উদ্বৃত্ত বেড়েছে ২৪ কোটি ৯ লাখ ২ হাজার ৫০০ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত বাড়বে। -অর্থনৈতিক রিপোর্টার
×