ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেসিকে পরামর্শ ম্যারাডোনার

প্রকাশিত: ০৭:১৫, ২ অক্টোবর ২০১৮

মেসিকে পরামর্শ ম্যারাডোনার

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়ের নাম জানতে চাইলে অনেকেই চোখ বন্ধ করে বলে দেবেন লিওনেল মেসির নাম। ক্লাব ফুটবলে বার্সিলোনার হয়ে অনেক শিরোপাই জিতেছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো শিরোপাই জেতা হয়নি আর্জেন্টিনার এই প্রাণভোমরার। ৩২ বছরের শিরোপার খরা ঘোচাতে রাশিয়া বিশ্বকাপকে মেসির শেষ সুযোগ বলে মনে করেছিলেন ফুটবল বোদ্ধারা। কিন্তু রাশিয়াও তাকে খালি হাতেই ফেরাল। কোনো রকমে গ্রুপ পর্ব পার হলেও ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলোতেই বিদায় নিতে হয়েছে মেসিকে। বিশ্বকাপ শেষে তাই স্বাভাবিকভাবেই আরও একবার রব ওঠে, তবে কী এটাই ছিল আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির শেষ বিশ্বকাপ? যদিও এখন পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেননি মেসি। তবে রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর সাময়িকভাবে জাতীয় দলের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। চলতি বছর আর্জেন্টিনার হয়ে কোন ম্যাচে অংশ নিবেন না মেসি। জাতীয় দলের হয়ে খেললেও ফিরতে পারেন ২০১৯ কোপা আমেরিকাতে। আর তা না হলে নিতে পারেন অবসর। এ নিয়েও রয়েছে ধোঁয়াশা। কেননা জাতীয় দলে খেলার প্রসঙ্গে এখন পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছেন মেসি। এমন অবস্থায় মেসিকে আর্জেন্টিনার হয়ে আর না খেলার পরামর্শ দিলেন দেশটির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। এক সাক্ষাতকারে ম্যারাডোনা জানান, সবকিছুতেই মেসির দোষ খুঁজে বেড়ায় সবাই। তাই তিনি মনে করেন, জাতীয় দলে আর না ফেরাটা উত্তম মেসির জন্য। এ নিয়ে ম্যারাডোনার ভাষ্য, ‘আমি মেসিকে কী বলব? বলব, আর্জেন্টিনার হয়ে আর না খেলতে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিতে। অনুর্ধ-১৫ দল হারে, দোষ মেসির।
×