ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় ক্রিকেট লীগ

তুষার, সাদমান ও নবাগত আরিফুলের সেঞ্চুরি

প্রকাশিত: ০৭:১৫, ২ অক্টোবর ২০১৮

তুষার, সাদমান ও নবাগত আরিফুলের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার দেশের চারটি ভেন্যুতে শুরু হয়েছে ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের ২০তম আসর। দেশের সেরা এই প্রথম শ্রেণীর ক্রিকেট আসরের প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিজ্ঞ তুষার ইমরান, তরুণ ওপেনার সাদমান ইসলাম ও প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া ১৬ বছর বয়সী আরিফুল হক। এছাড়া ৫ উইকেট শিকার করেছেন শফিউল ইসলাম ও জুবায়ের হোসেন লিখন। প্রথম স্তরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে আরিফুলের অপরাজিত ১১৭ রানের সুবাদে ৫ উইকেটে ৩০০ রান তুলেছে রংপুর বিভাগ। অন্য ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তুষার ইমরানের শতকের পরও ২১০ রানে গুটিয়ে গেছে খুলনা বিভাগের প্রথম ইনিংস। জবাবে রাজশাহী বিভাগ দিনশেষে ১ উইকেটেই তুলেছে ১২২ রান। দ্বিতীয় স্তরে সাদমান ইসলামের সেঞ্চুরিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগের বিপক্ষে ৪ উইকেটে ৩৩২ রান তুলেছে ঢাকা মেট্রোপলিস। অপর ম্যাচে, ফতুল্লায় ঢাকা বিভাগের প্রথম ইনিংস থেমেছে ২৩৮ রানে। দিনশেষে ২ উইকেটে ২৫ রান তুলে এখনও ২১৩ রানে পিছিয়ে চট্টগ্রাম বিভাগ। প্রথম স্তর ॥ বগুড়ায় রংপুর টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০১ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে। ওপেনার জাহিদ জাবেদ ৬২ রান করে সাজঘরে ফেরেন। এরপর পঞ্চম উইকেটে নাঈম ইসলাম ও ১৬ বছরের আরিফুল ১৯৫ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। নাঈম ৮ রানের জন্য শতক হাতছাড়া করেন। তিনি ১৯২ বলে ১০ চার, ১ ছক্কায় ৯২ রান করে সাজঘরে ফেরেন। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই শতক হাঁকান আরিফুল। তিনি অপরাজিত থাকেন ১৮১ বলে ১২ চার, ১ ছক্কায় ১১৭ রানে অপরাজিত থাকেন। দিনশেষে রংপুর ৫ উইকেটে ৩০০ রান তুলেছে। বরিশালের হয়ে সোহাগ গাজী নিয়েছেন ২ উইকেট। অপর ম্যাচে, রাজশাহীতে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে খুলনা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলের পক্ষে একাই লড়েন তুষার। তিনি ১৪৪ বলে ১৪ চার, ২ ছক্কায় ১০৪ রান করে সাজঘরে ফেরেন। বাকিদের ব্যর্থতায় মাত্র ২১০ রানেই গুটিয়ে যায় খুলনা। পেসার শফিউল ৪৩ রানে নেন ৫ উইকেট। জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ১১৭ রান তোলে রাজশাহী বিভাগ। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৪৬ রান করে সাজঘরে ফেরেন। তবে মিজানুর রহমান ৮৮ বলে ১৩ চারে ৭৪ রান করে অপরাজিত আছেন। ১ উইকেটে ১২২ রান তুলে এখনও ৮৮ রানে পিছিয়ে রাজশাহী। দ্বিতীয় স্তর ॥ ফতুল্লায় রনি তালুকদার ও তাইবুর রহমানের জোড়া হাফসেঞ্চুরির পরও ২৩৮ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগের প্রথম ইনিংস। রনি ৫৯, তাইবুর ৬৩ রান করেন। জুবায়ের লিখন ৬১ রানে ৫টি ও নাঈম হাসান ৩টি উইকেট নেন। দিনশেষে ২৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে তেমন সুবিধায় নেই চট্টগ্রাম। ২৩ রানে ব্যাট করছেন ওপেনার সাদিকুর রহমান। সিলেটের বিপক্ষে সাদমান ২৩৮ বলে ২০ চার, ২ ছক্কায় ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন। সৈকত আলী ৪২, শামসুর রহমান ৩৪ ও মার্শাল আইয়ুব ৫০ রান করলে দিনশেষে মাত্র ৪ উইকেটে ৩৩২ রান করে শক্ত অবস্থানেই আছে ঢাকা মেট্রো। শাহানুর রহমান নিয়েছেন ২ উইকেট।
×