ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হঠাৎ টেস্ট দলে মোহাম্মদ হাফিজ

প্রকাশিত: ০৭:১৩, ২ অক্টোবর ২০১৮

হঠাৎ টেস্ট দলে মোহাম্মদ হাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ ফেরার আশা বোধ হয় তিনি নিজেও ছেড়ে দিয়েছিলেন। মোহাম্মদ হাফিজ সবশেষ পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছেন প্রায় দুই বছর হতে চলল, ২০১৬ সালের আগস্টে। আমিরাতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলেও ছিলেন না। হঠাৎ বাড়তি একজন ব্যাটসম্যানের প্রয়োজন পড়ল, ডাক পেলেন ৩৮ ছুুঁই ছুুঁই অভিজ্ঞ এই অলরাউন্ডার। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দুই টেস্টের সিরিজ। মূলত দলের অনভিজ্ঞ টপ অর্ডারে শক্তি বাড়াতেই হাফিজের অকস্মাৎ অন্তর্ভুক্তি। পাকিস্তানের এই দলটিতে উপরের ব্যাটসম্যানরা একেবারেই অনভিজ্ঞ। ইমাম উল হক খেলেছেন মাত্র তিনটি টেস্ট, ফাখর জামানের এখনও বড় ফরমেটে অভিষেক হয়নি। হঠাৎ ডাক পাওয়া হাফিজ সম্ভবত টেস্ট ফরমেটে ফেরার আশাই ছেড়ে দিয়েছিলেন। ৫০ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন এই অলরাউন্ডার ২০১৬ সালের আগস্টের পর থেকে নির্বাচকদের বিবেচনার বাইরে। শুধু টেস্ট নয়, সীমিত ওভারেও আস্তে আস্তে জায়গাটা কঠিন হয়ে যাচ্ছে হাফিজের। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ডাক পাননি। রঙিন পোশাকে সবশেষ খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০তে, চলতি বছরের জুলাইয়ে। এমন সময়ে টেস্ট দলে ডাক পাওয়া, চমক জাগানোর মতো খবরই! আগের দিনই ঘোষিত দলের আলোচিত ঘটনার মধ্যে রয়েছে মোহাম্মদ আমিরের বাদ পড়া। দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর যিনি ছিলেন দলের অতিগুরুত্বপূর্ণ সদস্য হয়ে। কিন্তু এবার এশিয়া কাপে বাজে পারফর্মেন্সের মূল্য দিতে হয়েছে তাকে। এশিয়া কাপে পাকিস্তানের হয়ে বাজে পারফর্মেন্সের কারণে আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট দল থেকে বাদ পড়েছেন বহুল আলোচিত এই বাঁহাতি পেসার। রঙিন পোশাকে ম্লান হলেও ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে এ বছর খেলা তিন টেস্টে ১৮.৪ গড়ে ১২ উইকেট নিয়েছেন আমির। তারপরও এই সংস্করণে জায়গা হয়নি। পেস আক্রমণে হাসান আলী, ওয়াহাব রিয়াজ ও ফাহিম আশরাফদের সঙ্গে রয়েছেন স্পিনার ইয়াসির শাহ, শাদাব খান ও বিলাল আসিফ। ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী বাঁহাতি পেসার মির হামজা। ৫৬ প্রথম শ্রেণীর ম্যাচে তার বোলিং গড় ১৭, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২৬ বার। আগামী ৭ অক্টোবর দুবাইয়ে শুরু হবে প্রথম টেস্ট।
×