ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:০৪, ২ অক্টোবর ২০১৮

টুকরো খবর

বাবা মাসহ ৫ জনকে জখম নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১ অক্টোবর ॥ মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি করার প্রতিবাদ করায় মা-বাবা, ভাইসহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করেছে একদল বখাটে। রবিবার রাত ১০টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা জানায়, চন্দ্রগঞ্জ বড়ভল্লবপুর গ্রামের লুৎফুর রহমানের মেয়ে ও স্থানীয় আয়েশা কামিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রী তাসলিমা আক্তারকে বিভিন্ন সময় ইভটিজিংসহ কুপ্রস্তাব দিয়ে আসছে স্থানীয় বখাটে বিনা, সোহান, ইমন ও মোহন। ৫শ’ সিমসহ ব্যবসায়ী আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিক্রির আগেই সচল করে রাখা ৫শ’টি অবৈধ সিমসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অন্যের নামে নিবন্ধন করা এই সিমগুলো রাখা হয়েছিল যাদের পরিচয়পত্র নেই, তাদের কাছে বিক্রির উদ্দেশে। রবিবার রাতে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিমগুলো আটক করা হয়। সিএমপি সূত্রে জানানো হয়, কোতোয়ালি থানার আমতল মোড় এলাকার সিডিএ মার্কেটের রয়েল প্লাজায় দ্বিতীয় তলায় ছিদ্দিক এন্টারপ্রাইজ নামের এক দোকানে অভিযান চালানো হয় গোপন তথ্যের ভিত্তিতে। চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পলাশ কান্তি ধরের নেতৃত্বাধীন টিম ওই দোকানে তল্লাশি চালিয়ে অবিক্রিত অথচ সচল সিমগুলো উদ্ধার করে। গ্রেফতার করা হয় ব্যবসায়ী মিজানুর রহমানকে (২৭)। তার বাড়ি সাতকানিয়া উপজেলার কেওচিয়া গ্রামে। এ্যাম্বুলেন্স রাখা নিয়ে হামলা ভাংচুর নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১ অক্টোবর ॥ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সংরক্ষিত এলাকায় এ্যাম্বুলেন্সসহ বহিরাগতদের যানবাহন রাখাকে কেন্দ্র করে হাসপাতালের কর্মচারী-বহিরাগতদের মাঝে সোমবার দিনভর একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, সোমবার সকালের দিকে প্রতিদিনের ন্যায় হাসপাতাল এলাকায় স্থানীয়রা রোগী ভাড়া নেয়ার উদ্দেশে হাসপাতালের জরুরী বিভাগের সামনে ও আশ-পাশের এলাকায় এ্যাম্বুলেন্স রাখে। এ সময় হাসপাতালের জাকির নামের কর্মচারী (সর্দার) এ্যাম্বুলেন্সগুলো সরিয়ে নেয়ার জন্য চালকদের চাপ দেন। এ সময় বাগবিত-ার এক পর্যায়ে একটি এ্যাম্বুলেন্সের গ্লাস ভেঙ্গে যায়। পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১ অক্টোবর ॥ পিতাকে হত্যার দায়ে পুত্র বাদশা প্রামাণিককে (৩৫) যাবজ্জীবন কারাদ- ও অর্থদ-ের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ আসাদুল্লাহ এই রায় প্রদান করেন। এসময় আদালত এজলাসে আসামি উপস্থিত ছিল। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০১৪ সালের ১৭ নবেম্বর জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের নুরুল ইসলাম প্রামাণিকের ছোট ছেলে বাদশা প্রামাণিক ধারালো অস্ত্র দিয়ে পিতাকে কুপিয়ে হত্যা করে।
×