ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উলিপুরে খুরা রোগে চার গরুর মৃত্যু

প্রকাশিত: ০৭:০২, ২ অক্টোবর ২০১৮

উলিপুরে খুরা রোগে চার গরুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরে খুরা রোগে আক্রান্ত হয়ে ৪টি গরু মারা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় খুরা রোগে দুই শতাধিক গরু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। খুরা রোগে আক্রান্ত গবাদি পশু নিয়ে দুঃচিন্তায় পড়েছে কৃষকরা। জানা গেছে, উপজেলার ধামশ্রেণী ইউনের পূর্ব নাওড়া গ্রামে দুই সপ্তাহ পূর্বে গরুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এ ইউনিয়নের মলাশশী মোহনের খুরা রোগে আক্রান্ত ৬টি গরুর মধ্যে ১টি গরু মারা গেছে। এছাড়া একই গ্রামের ধনকুমারের আক্রান্ত ৪টি মধ্যে ১টি, হাইউনের নুতুন অনন্তপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ১টি ও একই ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের আবুল কালামের ১টি বাছুর মারা গেছে। শশী মোাহন জানান, কষ্ট করে গরু লালন-পালন করছি, কিন্তু গরু নিয়ে মহা চিন্তায় আছি। এছাড়া ধামশ্রেণী ইউনিয়নের মালতিপাড়া গ্রামের অমরেন্দ্রনাথের ৩টি, রবীন্দ্রনাথের ২টি, মুকুল মিয়ার ৩টি, নাছির উদ্দিনের ৫টি, বিমল চন্দ্রের ৪টি, নাওড়া গ্রামের নজরুল ইসলামের ২টি, হরপদ সাহার ৩টি, হাইউনের মুন্সিপাড়া গ্রামের আবুল কালামের ৩টি, আনছার আলীর ২টি, চরেয়ার পাড় গ্রামের আইসলামের ৭টি, শাহের আলীর ৪টি, ধরনীবাইউনিয়নের মধুপুর গ্রামের বকুলের ২টি, শতীষের দালানের সাইফুল ইসলামের ৫টি সহ হাভবেশ, হাতয়ার গ্রাম, মালচার পাড় গ্রামের প্রায় ২ শতাধিক গরু খুরা রোগে আক্রান্ত হয়েছে।
×