ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৭:০১, ২ অক্টোবর ২০১৮

নাটোরে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১ অক্টোবর ॥ বড়াইগ্রামে মজনু শেখ (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গড়মাটি এলাকায় এই হত্যকা-ের ঘটনা ঘটে। নিহত মজনু শেখ একই গ্রামের নুর আলীর ছেলে। সোমবার সকালে পুলিশ মজনুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ও স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে গড়মাটি মাঝিপাড়া তিন রাস্তার মোড়ে অবস্থিত কুতুব আলীর দোকানের সামনে বেঞ্চে বসে মজনু স্থানীয় আজগর আলীর কাছে বিড়ি চায়। এ সময় সেখানে উপস্থিত কোরবান প্রামাণিক বিড়ি চাওয়ায় মজনুকে গালমন্দ করে। এতে মজনু পাল্টা গালি দিলে কোরবান আলী কাঠের বাটাম দিয়ে মজনুর মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করে। এ সময় মজনু প্রাণভয়ে পালাতে গিয়ে পাশের ডোবায় পড়ে যায়। পরে উপস্থিত অন্যরা মজনুকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার বাড়ি নিয়ে যায় এবং পরক্ষণেই নাক-কান দিয়ে রক্তক্ষরণ হয়ে সে মারা যায়। আড়াইহাজারে গৃহবধূ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজার উপজেলার লস্করদী মধ্যপাড়া এলাকায় নাসরিন আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত নাসরিন আক্তার নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল এলাকার সফিকুলের মেয়ে। ট্রাকের ভেতর জোড়া লাশ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কী নৃশংস হত্যাকা-! সড়কপথে চলা ট্রাকের চালক এবং হেলপারকে গলাটিপে হত্যা করে মুখে আগুন লাগিয়ে বিকৃত করে ঘাতকরা পালিয়ে গেছে। তবে ট্রাকের মালামাল লুট হয়নি। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায় ভুট্টা বোঝাই একটি ট্রাকের ভেতর থেকে সোমবার দুপুর ১২টায় পুলিশ জোড়া লাশ উদ্ধার করেছে। ট্রাকটি লালমনিরহাট থেকে রবিবার বিকেলে রওনা হয়ে ঢাকার পথে যাচ্ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। পুলিশ আরও জানায়, সকাল থেকেই ট্রাকটি সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা দেখে মানুষের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিনে জোড়া লাশ পায়। ধারণা করা হচ্ছে লাশ দুইটি ট্রাকের হেলপার ও চালকের ।
×