ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোয়ালমারীতে বাস নদীতে ॥ নিহত ১

প্রকাশিত: ০৭:০১, ২ অক্টোবর ২০১৮

বোয়ালমারীতে বাস নদীতে ॥ নিহত ১

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১ অক্টোবর ॥ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল চিতাঘাটা নামক স্থানে যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বারাশিয়া নদীতে পড়ে যায়। বাসটি পানির ভেতর তলিয়ে যায়। বাসের ভেতর আটকা পড়ে চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের দেলোয়ারের ছেলে তরিকুল (২৫) মারা যায়। দুর্ঘটনায় আরও ২২ জন আহত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয় জনতার সাহায্যে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। চন্দ্রনাথ নামক লোকাল পরিবহনের বাসটি আলফাডাঙ্গা থেকে ছেড়ে ফরিদপুর যাচ্ছিল। আহতদের মধ্যে ডাবলু শেখ, মহসিন সিকদার ও রতœাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আবু বক্কার ও শিপনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাসযাত্রী আবুল খায়ের গ্রুপের সহকারী বিপণন কর্মকর্তা আবু সিদ্দিক জানান, বাসটি খুবই দ্রুতগতিতে চলছিল। হঠাৎ রাস্তার একটি গর্তের মধ্যে পড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নদীতে পড়ে যায়। উল্লেখ্য, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উন্নয়নের কাজ চলছে। দীর্ঘদিন রাস্তার নির্মাণ কাজ বন্ধ থাকায় খানাখন্দে ভরে গেছে। এ জন্য প্রতিনিয়তই ঘটছে নানা রকম দুর্ঘটনা। তরিকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বেনাপোলে বাইক চালক স্টাফ রিপোর্টার বেনাপোল থেকে জানান, যশোরের নাভারন বাজারে গাছের ডাল ভেঙ্গে পড়লে প্রাণ বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় নূর হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আসাদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে রবিবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন নিউমার্কেটের সামনে। নিহত নূর হোসেন শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের কদর আলীর ছেলে ও আহত আসাদুল ইসলাম একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। জানা যায়, শার্শা উপজেলার নাভারন বাজারের নিউমার্কেটের সামনে রবিবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের পাশের তিনশ বছরের পুরনো শিশু গাছের একটি ডাল হঠাৎ ভেঙ্গে পড়ে। এতে সেখানে থাকা পথচারীসহ আশপাশের লোকজন প্রাণ বাঁচাতে দিগি¦দিক ছোটাছুটি করছিলেন। এ সময় প্রাণ বাঁচাতে নূর হোসেন ও আসাদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার সময় যশোরগামী একটি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই নূর হোসেন নিহত হন ও আসাদুল ইসলাম মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক এবং মোটরসাইকেলটি উদ্ধার করেছে।
×