ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারী-১ মনোনয়ন প্রত্যাশী বাবুলের গণসংযোগ

প্রকাশিত: ০৭:০০, ২ অক্টোবর ২০১৮

নীলফামারী-১ মনোনয়ন প্রত্যাশী বাবুলের গণসংযোগ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দলটির ডোমার উপজেলা সভাপতি অধ্যাপক খায়রুল আলম। তিনি মনোনয়ন প্রত্যাশার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জোড়কদমে জনসংযোগে মাঠে ঘাটে নেমে পড়েছেন তিনি। এ লক্ষ্যে তিনি বিভিন্নস্থানে জনসভা ও পথসভা করছেন। রবিবার বিকেল হতে গভীর রাত পর্যন্ত তিনি ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের নাউরহাটে বিশাল জনসভা করেন। সেখানকার ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অধ্যাপক খায়রুল আলম বাবুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বলেই দেশের এত উন্নতি হচ্ছে। আওয়ামী লীগ দেশ ও জাতির উন্নয়ন, কল্যাণ ও শান্তির রাজনীতির পক্ষে। আগামীতেও এ উন্নয়ন বজায় রাখতে তিনি পুনরায় সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ায় আহ্বান জানান। তাই আসন্ন জাতীয় নির্বাচনে তিনি দলটির হয়ে নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনে মনোনয়ন প্রত্যাশায় জনসংযোগে নেমেছেন। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এনায়েত হোসেন নয়ন, ডোমার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম মোনা, ডোমার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনছুর আলী, জোড়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ পারভেজ প্রমুখ। জনসভা শেষে তিনি পথসভা করেন নেমজখানাহাট, আজিজারের হাট, বোড়াগাড়ী ইউনিয়নের পাড়ঘাট। উল্লেখ যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজে শিক্ষকতা পেশা থেকে এক বছর আগে অবসর গ্রহণ করেন। ছাত্র রাজনীতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসএম হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এলাকায় ফিরে ২০০০ সালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, ২০০৫ সালে আহ্বায়কের দায়িত্ব পান। এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তিনি ডোমার উপজেলা শহরে চিকনমাটি মহল্লার স্থায়ী বাসিন্দা।
×