ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নান্দাইলে উন্নয়নের বার্তা ছড়াচ্ছেন এমপি তুহিন

প্রকাশিত: ০৬:৫৯, ২ অক্টোবর ২০১৮

নান্দাইলে উন্নয়নের বার্তা ছড়াচ্ছেন এমপি তুহিন

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১ অক্টোবর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা ছড়াচ্ছেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিগত প্রায় ৫ বছরে বর্তমান সরকারের দেয়া বরাদ্দ থেকে এই উপজেলা কি কি উন্নয়ন হয়েছে শেষ মুহূর্তে ভোটারদের মধ্যে চলছে তার হিসাব-নিকাশ। খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ তুহিন এলাকায় ঘটিয়েছেন উন্নয়নের বিপ্লব। তিনি সকাল থেকে মধ্য রাত পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে মিছিল, মিটিং, সমাবেশ ও গণসংযোগ করে সরকারের উন্নয়নের কথা প্রচার করে চলেছেন। তিনি তার সময়ে উন্নয়নগুলো একটি লিফলেট আকারে প্রকাশ করে বিতরণ করছেন। এতে করে সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের প্রতি আস্থা বাড়ছে। উপজেলার বিভিন্ন সরকারী দফতর সূত্রে জানা যায়, বর্তমান সরকারের পাঁচ বছরে নান্দাইলে প্রায় সাড়ে ৫শ’ কোটি টাকার উন্নয়নকাজ শেষ হয়েছে। অপেক্ষমাণ আরও প্রায় ২শ’ কোটি টাকার কাজ। এই উপজেলায় ১০০ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। ৩২ হাজার পরিবারের মাঝে নতুন বিদ্যুত সংযোগ ইতোমধ্যে দেয়া হয়েছে। আগামী নবেম্বরের মধ্যে এই উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা পরিষদের বহুতল ভবন এবং তিনটি ইউনিয়ন পরিষদের ভবনের কাজ শেষ হয়েছে। ৮ কোটি টাকা ব্যয়ে একটি বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ সম্পন্ন হয়েছে। ৫১টি প্রাথমিক, ২৫ মাধ্যমিক বিদ্যালয় ও ৫ কলেজের চারতলা ভবনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ ছাড়া দ্রুত এগিয়ে চলছে সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের কাজ। নান্দাইল কানারামপুর ভায়া মধুপুর-ত্রিশাল সড়ক পুনর্নির্মাণ কাজের ১২১ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। এ মাসের ১১ অক্টোবর প্রধানমন্ত্রী ময়মনসিংহে আগমনের দিন রাস্তাটির ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই উপজেলায় উন্নয়নের ছোঁয়া লেগেছে প্রত্যন্ত জনপদে। রাস্তাঘাট, সেতু, কালভার্ট, বাজার উন্নয়ন, গ্রামীণ সেতু, বঙ্গবন্ধু চত্বর, স্মৃতিফলক নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব, স্কুল-কলেজ সর্ব ক্ষেত্রেই উন্নয়ন করেছে বর্তমান সাংসদ। নান্দাইলে উন্নয়নের আমূল পরির্তন ঘটেছে তুহিনের হাত ধরে। এসব উন্নয়ন কর্মকা- উদ্বোধন করতে নান্দাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ৮ প্রভাবশালী মন্ত্রীর আগমন ঘটেছে। এলাকার লোকজনের ধারণা এই আসনে এমপি তুহিনকে মনোনয়ন দিলে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হবে। মুশুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির বলেন, বর্তমান এমপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নান্দাইলে বিভিন্ন এলাকার মানুষের অভাব-অভিযোগের কথা শুনে সে মতো ব্যবস্থা নেন। তাই আমরা আশাবাদী একাদশ জাতীয় নির্বাচনে তুহিন ভাইয়ের নেতৃত্বে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত। জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ম-ল বলেন, এমপি তুহিন ইতোমধ্যে নির্বাচন পরিচালনা করার জন্য নিজে উপস্থিত থেকে ১০৯টি ভোট কেন্দ্রের পরিচালনা কমিটি সম্পন্ন করেছেন। এই বিষয়ে এমপি তুহিন বলেন, ‘¯েœহ আর বিশ^াস রেখে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি। সরকারের দেয়া বরাদ্দ থেকে যে উন্নয়নমূলক কাজ করেছি তা নান্দাইলের সাধারণ জনগণের সামনে তুলে ধরছি।’ তিনি আরও বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এই উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে কাজ করে যাচ্ছি।
×