ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনহার বইয়ে বিরূপ মন্তব্য ॥ সিলেটে মণিপুরীদের মানববন্ধন

প্রকাশিত: ০৬:২৮, ২ অক্টোবর ২০১৮

সিনহার বইয়ে বিরূপ মন্তব্য ॥ সিলেটে মণিপুরীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বহুল আলোচিত ‘এ ব্রোকেন ড্রিম’ বইয়ে মণিপুরী সম্প্রদায়কে ‘রাজাকার ও পাকিস্তানপন্থী’ হিসেবে উল্লেখ করার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘বাংলাদেশের মণিপুরী জনগোষ্ঠীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কৃষক প্রজা আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলনসহ বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে বাংলাদেশের মণিপুরীরা। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মণিপুরীদের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। মাতৃভূমির প্রতি ভালবাসার অকৃত্রিম টানে অনেক মণিপুরী যুবক জীবনবাজি রেখে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, উৎসর্গ করেছেন নিজেদের জীবন। অথচ সাবেক প্রধান বিচারপতি তার স্বপ্নভঙ্গের বইতে মণিপুরীদেরকে ঢালাওভাবে পাকিস্তানপন্থী হিসেবে আখ্যায়িত করেছে যা খুবই দুঃখজনক।’ বক্তারা অবিলম্বে এ বই থেকে মণিপুরীদের সম্পর্কে অপমানজনক বক্তব্য প্রত্যাহার করার পাশাপাশি বইটি বাজেয়াপ্ত করে এর মুদ্রণ, বাজারজাতকরণ বন্ধ করারও জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধনে মিডিয়াকর্মী ও সচেতন নাগরিকদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। মৌলভীবাজার মণিপুরী সমিতির সভাপতি নীলচাদ সিংহের সভাপতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনমোহন সিংহ, মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ, সংস্কৃতিকর্মী মাইবম উত্তম সিংহ রতন, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নামব্রম শংকর, মণিপুরী কালচারাল কমপ্লেক্স, মৌলভীবাজারের সদস্যসচিব রবিকিরণ সিংহ রাজেশ, আম্বরখানা মণিপুরী সোসিয়েল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সজল সিংহ। সমাজকর্মী ওয়াই সমেন্দ্র সিংহের সঞ্চালনায় মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন খোইস্নাম পূর্ণিমা দেবী। মানববন্ধনে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষণ সিংহ, ডাঃ রমেন্দ্র সিংহ রয়েল, শিক্ষাবিদ শৈলেন্দ্র সিংহ, সমাজসেবী মোইরাংথেম ক্ষীর সিংহ, একাডেমি ফর মণিপুরী কালচার এ্যান্ড আর্টসের সভাপতি বিশিষ্ট সাংবাদিক দীগেন সিংহ, সিলেট মণিপুরী কাং এসোসিয়েশনের সভাপতি যুস্নাম নৃপেন্দ্র সিংহ, কবি শেরাম নিরঞ্জন, চিত্রশিল্পী এন যোগেশ্বর অপু, যুবলীগ নেতা শ্যামল সিংহ, আমসফার সম্পাদক প্রবাল সিংহ ও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।
×