ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া ৫ জন কারাগারে

প্রকাশিত: ০৬:২৮, ২ অক্টোবর ২০১৮

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া ৫ জন কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর বিমানবন্দর ও যাত্রাবাড়ী এলাকা থেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তুলে নেয়া পাঁচজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তিন দিনের রিমান্ড শেষে রাজধানীর ওয়ারী থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম। আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে পাওয়া তথ্যাদি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। প্রয়োজনে পুনরায় রিমান্ড আবেদন করা হবে। আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার সুষ্ঠু তদন্তে বিঘœ সৃষ্টি করবে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এএইচএম তোয়াহা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন টাঙ্গাইলের গোপালপুরের বাধাই এলাকার বাসিন্দা ও ঢাকা বারের শিক্ষানবিস আইনজীবী শাফিউল আলম ও তার ছোট ভাই বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা মনিরুল আলম, চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা ও বেসরকারী প্রতিষ্ঠানের চাকরিজীবী মোঃ আবুল হায়াত, পিরোজপুরের মঠবাড়িয়া থানার পশুরিয়া এলাকার বাসিন্দা ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শফিউল্লাহ এবং মোশাররফ হোসেন খান। আসামিদের মধ্যে শাফিউল আলম ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, মোশাররফ শিবিরের কর্মী, অপর তিন আসামি শিবিরের সাথী বলে পুলিশ দাবি করছে।
×