ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যের প্রথম মিস্টার কঙ্গো

প্রকাশিত: ০৬:২৬, ২ অক্টোবর ২০১৮

যুক্তরাজ্যের প্রথম মিস্টার কঙ্গো

যুক্তরাজ্যের প্রথম মিস্টার কঙ্গো প্রতিযোগিতায় মুকুট জিতেছেন জেফরি সামবা নামের এক তরুণ। তিনি জানান, তার উঠে আসার গল্প। জেফরি সামবা ছিলেন চার নম্বর প্রতিযোগী। কিন্তু তিনিই শেষ পর্যন্ত জয় করেছেন মিস্টার কঙ্গো ইউকে-২০১৮। অবশ্য এটাই প্রথম কারও মিস্টার কঙ্গো ইউকে নির্বাচিত হওয়া। কিন্তু তার উঠে আসার গল্পের পুরোটাই এমন সহজ বা আনন্দময় নয়। পেছনে আছে অনেক কষ্টের ইতিহাস। তিনি বলেন, ‘যখন আমি বিজয়ী হলাম তখন আমার প্রতি লোকজনের প্রতিক্রিয়া ছিল দারুণ। আমার মনে হচ্ছিল আমি বিশেষ কিছু। আমি সম্মানিত বোধ করছিলাম। আমি নিজেকে সত্যিকারের রাজার মতোই অনুভব করছিলাম’। জেফরি বলছিলেন মঞ্চে যখন তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল তখন তিনি রীতিমতো বিস্মিত হয়েছিলেন। জেফরির জীবন এত কুসুমাস্তীর্ণ ছিল না। বলা চলে যেখান থেকে উঠে এসেছেন সে জীবন ট্রাজেডির, কষ্টের ও বেদনার। দশ বছর বয়সে মাকে হারাই। শুক্রবারেই দেখলাম মা ভাল আছেন আর শনিবার সকালে তাকে মৃত পেলাম যা আমার কল্পনাতেও ছিল না। আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম। আমি ছিলাম পরাজিত, বিষণœ। অন্য দশটা নরমাল শিশুর মতো আচরণ করছিলাম না। এরপর বিশ্ববিদ্যালয় জীবনে এসে অন্যের সহযোগিতা চাওয়ার সিদ্ধান্ত নেন জেফরি। ‘এরপর আমি কাউন্সেলিং থেরাপি নিতে শুরু করি। এবং এমন কিছুর মধ্য দিয়ে এগোতে শুরু করি যা আমাকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে’। তার মতে নামের জন্য নয়, যা করবার সেটি করুন নিজের আনন্দে। সঠিক কারণ বুঝে কাজ করুন আর সেটি করুন মানুষকে উৎসাহিত ও ক্ষমতায়িত করতে। তার মতে এটাই তাকে প্রথম মিস্টার কঙ্গোর মুকুট এনে দিয়েছে। -বিবিসি
×