ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনহার বিরুদ্ধে ব্যানা হুদার মামলা-তোলপাড়

প্রকাশিত: ০৬:২৩, ২ অক্টোবর ২০১৮

সিনহার বিরুদ্ধে ব্যানা হুদার মামলা-তোলপাড়

শংকর কুমার দে ॥ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন বিএনপি সরকারের সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার নাজমুল হুদা। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলাটি তদন্তের জন্য পাঠিয়ে দেয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। দুদক ফারমার্স ব্যাংকের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতির এ্যাকাউন্টে ৪ কোটি টাকা জমা দেয়ার বিষয়টি তদন্ত করছে। অপরদিকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ভাই অনন্ত কুমার সিনহা বাংলাদেশ থেকে টাকা পাচার করে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে দুই লাখ ৮০ হাজার ডলার (যা বাংলাদেশী মুদ্রায়) দুই কোটি ৩০ লাখ টাকা মূল্যে চার হাজার বর্গফুটের তিন তলা বাড়ি কেনার অভিযোগে তদন্ত শুরু করেছে দুদক। শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা যে মামলাটি করেছেন সেই মামলাটি দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়ায় মামলাটি পাঠিয়ে দেয়া হয়েছে দুদকে। গত ২৭ সেপ্টেম্বর নিজে শাহবাগ থানায় গিয়ে মামলাটি করেন বিএনপি সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার হুদা। উচ্চ আদালতে একটি মামলায় বেঞ্চকে প্রভাবিত করে তার বিরুদ্ধে আদেশ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সিনহাÑ এটা হুদার অভিযোগ। সাপ্তাহিক পত্রিকা নামে একটি ‘খবরের অন্তরাল’ এর জন্য মীর জাহের হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে এক মামলায় নাজমুল হুদার সাত বছরের জেল হয়েছিল। ওয়ান ইলেভেনের সামরিক সরকারের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের জরুরী অবস্থার সময় দেয়া ওই মামলার রায়ে ব্যারিস্টার হুদার স্ত্রী সিগমা হুদারও তিন বছর কারাদ- হয়েছিল। সাবেক প্রধান বিচারপতি ক্ষমতার অপব্যবহার, এ উৎকোচ গ্রহণের মাধ্যমে তাকে সাজা দিয়েছিলেন এমন অভিযোগ করা হয়েছে ওই মামলায়। ব্যারিস্টার নাজমুল হুদা ও সিগমা হুদা ওই রায়ের বিরুদ্ধে আপীল করলে ’১১ সালের ২০ মার্চ হাইকোর্ট তাদের খালাস দেয়। কিন্তু দুদকের আপীলে আপীল বিভাগ ওই রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেয়। তখন আপীল বিভাগে ছিলেন বিচারপতি সিনহা। মামলার পুনঃশুনানি শেষে গত বছরের ৮ নবেম্বর হাইকোর্টের আরেক বেঞ্চ নাজমুল হুদাকে চার বছরের জেল দেয়। ব্যারিস্টার নাজমুল হুদা সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও এক সময় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন; বেগম জিয়ার সরকারে যোগাযোগমন্ত্রী ছিলেন তিনি। বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি), তৃণমূল বিএনপি গড়ে তোলেন নাজমুল হুদা। বর্তমানে তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট এ্যালায়েন্স (বিএনএ) নামে একটি জোট গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে যোগ দেয়ার চেষ্টায় রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীও হতে চান তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি সিনহা ‘এ ব্রোকেন ড্রিম : রুল অব ল, হিউম্যান রাইটস এ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে একটি বই লিখেছেন যা নিয়ে আলোচনা শুরু হলে তার এই বইটি প্রকাশের নেপথ্যে যুদ্ধাপরাধী, জামায়াত, এক আন্তর্জাতিক আইনজীবী, একটি বড় কাগজের সাংবাদিক, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী অধ্যাপক, একটি বড় কাগজের প্রকাশনী কাজ করেছে বলে গোয়েন্দা সংস্থা দাবি করে। সাবেক প্রধান বিচারপতির বই প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বাড়ি কেনার একটি অভিযোগের অনুসন্ধানে নামার কথা গণমাধ্যমে জানিয়েছে দুদক। এসকে সিনহার ভাইয়ের নামে যুক্তরাষ্ট্রে বাড়ি ॥ সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার একটি অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। এ জন্য দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ারকে প্রধান করে দুই সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। কমিটির অপর সদস্য হলেন- উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস। দুদকের কর্মকতা প্রণব ভট্টাচার্য্য বলেন, বাংলাদেশী নাগরিক অনন্ত সিনহা যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে দুই লাখ ৮০ হাজার মার্কিন ডলারে (দুই কোটি ৩০ লাখ টাকা) চার হাজার বর্গফুটের তিন তলা বাড়ি ক্রয়, বিদেশে অর্থ পাচার ও বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকে একটি অভিযোগ এসেছে। তা অনুসন্ধানের জন্য এই কমিটি করা হয়। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দিয়ে ‘এ ব্রোকেন ড্রিম : রুল অব ল’, হিউম্যান রাইটস এ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামের বইটি লিখিয়েছে বিএনপি-জামায়াত, যুদ্ধাপরাধী গোষ্ঠী। এই বইটি লেখা বাবদ তিনি মূল্য পেয়েছেন ২ লাখ ৬০ হাজার ডলার, যা বাংলাদেশী টাকায় ২ কোটি ৮০ লাখ। এসকে সিনহাকে এই টাকা দিয়েছেন যুদ্ধাপরাধীর মামলায় ফাঁসিতে মৃত্যুদ- কার্যকর হওয়া যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ভাই মীর মাসুম। ওই টাকায় তিনি নিউজার্সির পিটারসন এলাকার ১৮০ জেসপার রোডের প্রাসাদের মতো বিলাসবহুল বাড়িটি কিনেছেন। বাড়িটি কেনার কিছুদিন আগে তিনি থাকতেন পিটারসন রোডের ১৭৯ জেসপার রোডের একটি বাড়ির বেজমেন্টে। বর্তমানে প্রাসাদের মতো তিন তলা বিলাসবহুল বাড়িটিতেই অবস্থান করছেন এসকে সিনহা। বাড়িটি কেনা হয়েছে তার ভাই অনন্ত কুমার সিনহার নামে। সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, নৈতিক স্খলনসহ ১১ সুনির্দিষ্ট অভিযোগ করে সর্বোচ্চ আদালতের সংশ্লিষ্ট অফিস। এই ধরনের অভিযোগ ওঠার পর সুপ্রীমকোর্টের আপীল বিভাগের অন্যান্য বিচারপতি এসকে সিনহার সঙ্গে আদালতে বসতে অস্বীকৃতি জানান। এতে পদত্যাগ করে বিদেশে চলে যেতে বাধ্য হন এসকে সিনহা। ’১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। মাত্র এক বছরের মাথায় তিনি বিদেশে বসে ৬০৩ পৃষ্ঠার ‘এ ব্রোকেন ড্রিম : রুল অব ল, হিউম্যান রাইটস এ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে একটি বই লেখেন, যা নিয়ে আলোচনা এসেছেন তিনি। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বইটির প্রকাশনা অনুষ্ঠানে সিনহা সাংবাদিকদের বলেন, তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ভাই অনন্ত কুমার সিনহার নামে ওই বাড়ি কেনার খবর গণমাধ্যমে প্রকাশ পায়। এর আগেই বিচারপতি সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা দেয়ার একটি অভিযোগের অনুসন্ধানের জন্য ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমসহ সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। এ অভিযোগের অনুসন্ধানে গত ৬ মে মোঃ শাহজাহান ও নিরঞ্জন সাহা নামে কথিত দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। ফারমার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে পে-অর্ডারের মাধ্যমে রাষ্ট্রের এক ‘গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা দেয়ার বিষয়টি অনুসন্ধানের জন্য ওই দুজনকে তলবের কারণ দেখিয়েছিল দুদক। দুদকের নোটিসে ‘গুরুত্বপূর্ণ’ ওই ব্যক্তির নাম উল্লেখ না থাকলেও পদত্যাগী প্রধান বিচারপতি সিনহাই যে সেই ব্যক্তি, তা গণমাধ্যমে প্রকাশ পায়। জিজ্ঞাসাবাদের পর মোঃ শাহজাহান ও নিরঞ্জন সাহা নামে কথিত দুই আইনজীবী বিচারপতি সিনহার সঙ্গে লেনদেনের কথা বলেন। গত বছরে অক্টোবরে ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর পদত্যাগপত্র পাঠিয়ে দেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তারপর থেকে বিদেশে থাকা সিনহা সম্প্রতি তার বই প্রকাশের মাধ্যমে সরকারবিরোধী প্রচারে যোগ দেন। বিচারপতি সিনহা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১ অভিযোগ পাওয়ার কথা সুপ্রীমকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল। সে বিষয়ে তদন্তে কোন অগ্রগতি খবর না আসার মধ্যে মামলাটি করলেন বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
×