ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিসরের স্কুল থেকে বাদ মিকি মাউস

প্রকাশিত: ০৫:৫৫, ২ অক্টোবর ২০১৮

মিসরের স্কুল থেকে বাদ মিকি মাউস

মিসরের রাজধানী কায়রোর উত্তরের একটি প্রদেশের স্কুলের শিশুরা নতুন বছর শুরু করবে তাদের প্রিয় ডিজনি চরিত্র মিকি মাউসকে বাদ দিয়েই। কোয়ালিউবিয়া প্রদেশের গবর্নর ডিক্রি জারি করেছেন যার ফলে জনপ্রিয় কার্টুন ক্যারেকটার মিকি মাউস এবং তার বন্ধুদের ইমেজের পরিবর্তে প্রি স্কুলের দেয়ালে ‘সেনাবাহিনীর নায়কদের’ ছবি লাগাতে হবে। গবর্নর আলা আব্দুল হালিম মোহাম্মদ মারজুক বলেছেন ‘মিকি মাউস এবং ডোনাল্ড ডাকের ইমেজ পরিবর্তন করতে হবে। আমাদের অনেক বিখ্যাত ব্যক্তি বিশেষ করে সামরিক বাহিনীর যারা বীরত্ব দেখিয়ে নিহত হয়েছেন এমন ব্যক্তিদের ছবি দেয়া প্রয়োজন। যাতে করে শিশুরা তাদের রোল মডেল হিসেবে দেখে।’ তিনি আরও বলেন, এই কার্টুন চরিত্রগুলো আমেরিকার তৈরি। যেখানে আমাদের দেশেই বিখ্যাত ব্যক্তিরা রয়েছেন, তাদেরকে দেখলে শিশুদের দেশপ্রেম আরও বাড়বে। শিক্ষা-মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, একটা কমিটি পর্যবেক্ষণ করবে কীভাবে পুরো প্রদেশে গবর্নরের এই আদেশ কার্যকর করা হচ্ছে। মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি যিনি নিজেও সামরিক বাহিনীর সাবেক জেনারেল ছিলেন, তিনি সব সময়ই সেনাবাহিনীর জীবন, সাধারণ মানুষের মাঝে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেন।-বিবিসি
×