ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহাত্মা গান্ধীর জন্মদিন আজ

প্রকাশিত: ০৫:৫৪, ২ অক্টোবর ২০১৮

মহাত্মা গান্ধীর জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার ॥ অহিংস আন্দোলনের প্রবর্তক ভারতের জাতির পিতা মহাত্মা মোহন দাস করম চাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) ১৪৭তম জন্মদিন আজ। ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতের গুজরাট রাজ্যের পরবনদার শহরে তিনি জন্মগ্রহণ করেন। দিনটিকে জাতীয় ছুটি হিসেবে পালন করে ভারতীয়রা। জাতিসংঘ তার জন্মদিনটিকে অহিংস দিবস হিসেবে পালন করে। বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। মহাত্মা গান্ধীর দর্শন গোটা পৃথিবীর কাছে সমান গুরুত্বপূর্ণ। তার দেখানো অহিংস আন্দোলনের পথ আজ বিশ্বে এক গবেষণার বিষয়। একে কেউ বলেন, ‘গান্ধী দর্শন’ কেউ বা ‘গান্ধীগিরি’। যে যে নামেই ডাকুক না কেনÑ অমর এই দর্শন। ছোট পরিসরে এই দর্শনকে ব্যাখ্যা করা সম্ভব নয়। গান্ধীজী নিজেই বলেছিলেন, লম্বা ব্যক্তিদের চেয়ে, ধৈর্য দিয়ে অনুভব করা অনেক বেশি কার্যকর। মহাত্মা গান্ধী ১৮৯১ সালে লন্ডনে আইন বিষয়ে পড়তে যান এবং বার-এট-ল ডিগ্রী অর্জন করেন। পরে একটি আইন কোম্পানির আইন পরামর্শকের চাকরি নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার ডারবানে চলে যান। সেখানে অবস্থানকালে প্রবাসী ভারতীয়দের রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের আন্দোলন শুরু করেন তিনি। এ সময় তিনি ইংরেজদের বিরুদ্ধে নানা আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯১৪ সালে গান্ধী ভারতে ফিরে এসে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত হন। ১৯২১ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে চলে আসেন। এ সময় তিনি ইংরেজদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সূচনা করেন। আন্দোলনের সময় বেশ কয়েকবার কারাবরণ করেন গান্ধী। ভারতের স্বাধীনতাপ্রাপ্তির পরের বছর, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নাথুরাম গডসে নামের এক আততায়ীর গুলিতে তিনি নিহত হন।
×