ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৬তম বিসিএস ॥ স্থগিতকৃত দুই প্রার্থীর মধ্যে একজন যথার্থ বিবেচিত

প্রকাশিত: ০৫:১০, ২ অক্টোবর ২০১৮

৩৬তম বিসিএস ॥ স্থগিতকৃত দুই প্রার্থীর মধ্যে একজন যথার্থ বিবেচিত

৩৬তম বিসিএসর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার এবং নন ক্যাডার ১ম শ্রেণীর পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্যে থেকে নন-ক্যাডার ২য় শ্রেণীর পদে সুপারিশ সংক্রান্ত কমিশনের গত ২২ মার্চ জরিকৃত এক প্রেসবিজ্ঞপ্তিতে (রেজিঃ নম্বর-০১০৪৬৪ ও ২০৫৯০৩) ফলাফল তথ্য বিভ্রাট এবং প্রাশাসনিক কারণে স্থগিত রাখা হয়। পরবর্তীতে উক্ত দুই প্রার্থী কমিশন গঠিত কমিটির নিকট উপস্থিত হয়ে কাগজপত্র/সনদপত্র/ডকুমেন্ট দাখিল করেন। কমিশন গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে সুপারিশকৃত উক্ত এক জন প্রার্থীর পদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর নিচে দেয়া হলো : মন্ত্রণালয়/বিভাগ : শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। পদের নাম : সহকারী শিক্ষক/শিক্ষিকা (জীববিজ্ঞান), রেজিস্ট্রেশন : ২০৫৯০৩। -বিজ্ঞপ্তি।
×