ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় লোকসংস্কৃতি উৎসব উদ্বোধন করবেন কাল রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:০৮, ২ অক্টোবর ২০১৮

নেত্রকোনায় লোকসংস্কৃতি উৎসব উদ্বোধন করবেন কাল রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামী বুধবার নেত্রকোনা সফরে যাবেন। তিনি প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া মাঠে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসব-২০১৮ উদ্বোধন করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন সোমবার বাসসকে এ কথা জানান। প্রেস সচিব আরও জানান, সফরকালে রাষ্ট্রপতি জেলা শহরের পুরাতন হাসপাতাল রোডে শেখ কামাল আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে আমাদের নেত্রকোনা সংবাদদাতা জানান, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম (জিএমসিএফ) এই উৎসবের আয়োজন করেছে। উৎসবে বিভিন্ন দেশের বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও শিল্পীবৃন্দ অনুষ্ঠানে যোগ দিবেন। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ও জিএমসিএফ’র সভাপতি মোস্তাফা জব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। নেত্রকোনা জেলা প্রশাসন নিরাপত্তাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলার সর্বস্তরের মানুষ রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে অধির আগ্রহে অপেক্ষা করছে। রাষ্ট্রপতির সঙ্গে থাই দূতের বিদায়ী সাক্ষাত ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেছেন আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও জোরদার হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সোমবার বঙ্গভবনে বাংলাদেশে থাইল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত পানপিমন সুয়ানাপঙ্গসে সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসস’কে বলেন, ‘বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামী দিনগুলোতে আরও দৃঢ় হবে বলে বৈঠককালে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।’ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরবর্তীকালে বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নে থাইল্যান্ডের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বন্ধুপ্রতিম দুটি রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দিনদিন জোরদার হচ্ছে। রাষ্ট্রপতি বাংলাদেশে দায়িত্ব পালনকালে থাই রাষ্ট্রদূতের কর্মকা-ে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রদূত পানপিমন তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।
×