ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালদ্বীপের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

প্রকাশিত: ০৫:০৩, ২ অক্টোবর ২০১৮

মালদ্বীপের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

ভারত মহাসাগরীয় দেশ মালদ্বীপের ওপর চীন ও ভারত তাদের প্রভাব বিস্তারে এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় দ্বীপটিতে তারা নিজেদের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ করেছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহকে জানিয়েছেন, চীন ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। চীনের সরকারি কর্মকর্তার বরাতে সিনহুয়া রবিবার রাতে এ কথা জানায়। মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক অভিনন্দন বার্তায় জিনপিং বলেন, চীন চায় মালদ্বীপের সঙ্গে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করতে চায়। চীনের প্রকল্পগুলো পর্যালোচনা করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি চীনবিরোধী এই নেতাকে নির্বাচনে বিজয় অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন। সিনহুয়া জানায়, চীন সেচ্ছায় মালদ্বীপের সঙ্গে অব্যাহতভাবে কাজ করতে চায়। -টাইমস অব ইন্ডিয়ার।
×