ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ বছরে চ্যানেল আই

প্রকাশিত: ০৪:৩৭, ২ অক্টোবর ২০১৮

বিশ বছরে চ্যানেল আই

সংস্কৃতি ডেস্ক ॥ ‘কোটি প্রাণে মিশে, আমরা এখন ২০-এ’ সেøাগানে চ্যানেল আই পথচলার উনিশ বছর পার করে ১ অক্টোবর সোমবার বিশ বছরে পা রেখেছে। জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে চ্যানেল আই। ১৯৯৯ সালের ১ অক্টোবর চ্যানেল আইয়ের পথচলা শুরু হয়। পৃথিবীর ছয়টি মহাদেশের বাংলা ভাষাভাষীরা সব দিনে দিনে যুক্ত হয়েছে চ্যানেল আইয়ের লাল সবুজ রঙে। যুক্ত হয়েছেন হৃদয়ে বাংলাদেশ চেতনায়। ১ অক্টোবর রাত ১২-০১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে চ্যানেল আইয়ের ঊনিশ বছর পূর্তি এবং বিশ বছরে পদার্পণের পথচলা শুরু হয়। ২০ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন এবং বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি। চ্যানেল আইয়ের ২০ বছরে পদার্পণ উপলক্ষে কলাম লিখেছেন ওপার বাংলা কলকাতার বিশিষ্ট সাহিত্যিক শঙ্খ ঘোষ এবং এপার বাংলার বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক সৈয়দ আবুল মকসুদ। রাত ১২-০১ মিনিটে প্রথম প্রহরের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এমপি, দিলিপ বড়ুয়া, ব্যারিস্টার মঈনুল হোসেন, মীর নাসির, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (বীরপ্রতীক), অপু উকিল, কাজী ফিরোজ রশীদ, অধ্যাপক আবদুল মান্নান, বদিউল আলম মজুমদার, উপাধ্যক্ষ আবদুস শহীদ, জাবেদ পাটোয়ারী, শামসুজ্জামান দুদু, আবদুল ওয়াহাব, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিল্পী কলাকুশলী, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, কনা রেজা ও পরিবারের সদস্যরা। গুণীজনদের উপস্থিতিতে সকাল ১১টায় চ্যানেল আই ভবন চত্বরে কেক কাটা হয়। একটি দীর্ঘ কেক উপহার দেন সাংসদ সেলিম ওসমান। কেক কাটা পর্বে অংশ নেন- ইকবাল সোবহান চৌধুরী, চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন, সঙ্গীতজ্ঞ আজাদ রহমান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, আসমা আব্বাসী, লেখক ও চিন্তাবিদ সৈয়দ আবুল মকসুদ প্রমুখ। এরপর দিনব্যাপি চলে উন্মুক্ত মঞ্চ থেকে সঙ্গীত পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন ফেরদৌস আরা, ফকির আলমগীর, শফি মন্ডল, আকরামুল ইসলাম, ফেরদৌস ওয়াহিদ, মোঃ খুরশীদ আলম, আগুন, শাহনাজ বেলী, ডলি সায়ন্তনী এবং এলআরবি’র আইয়ূব বাচ্চু। চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও বাংলার গানের শিল্পীরা। নৃত্য পরিবেশন করেন চ্যানেল আই সেরা নাচিয়ের শিল্পীরা।
×