ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্প্যানিশ লা লিগা, রিয়াল মাদ্রিদ ০-০ এ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সিলোনা ১-১ এ্যাথলেটিক বিলবাও

ধাক্কা খেয়েই চলেছে বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৭:২৭, ১ অক্টোবর ২০১৮

 ধাক্কা খেয়েই চলেছে বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা আচমকাই খেই হারিয়ে ফেলেছে। স্প্যানিশ লা লিগায় দু’দলই এক সপ্তাহের মধ্যে তিনবার হোঁচট খেয়েছে। শনিবার রাতে মাদ্রিদ ডার্বিতে এ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল। আর ন্যুক্যাম্পে হারতে হারতে শেষ মুহ‚র্তে গোল করে বার্সিলোনা কোনরকমে ১-১ গোলে ড্র করেছে অতিথি এ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে। বিলবাওয়ের সঙ্গে পয়েন্ট হারানোর আগে সপ্তাহের শুরুতে দুই ম্যাচে লেগানেসের কাছে ২-১ গোলে পরাজিত ও জিরোনার সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সা। যে কারণে এ্যাথলেটিকোর বিপক্ষে রাতে জিততে পারলেই রিয়ালের শীর্ষস্থানে ওঠা সম্ভব ছিল। কিন্তু আবারও নগর প্রতিদ্ব›দ্বীদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। সান্টিয়াগো বার্নাব্যুতে গোলরক্ষক থিবাট কুর্তোয়ার অসাধারণ পারফর্মেন্সে রিয়াল কোনরকমে এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে। বর্তমানে সাতটি করে ম্যাচ শেষে বার্সিলোনার সঙ্গে সমান ১৪ পয়েন্ট নিয়ে রিয়াল দ্বিতীয় ও দুই পয়েন্ট পিছিয়ে এ্যাথলেটিকো রয়েছে চতুর্থ স্থানে। ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া। থাইয়ের পেশিতে টান পড়ায় গ্যারেথ বেল দ্বিতীয়ার্ধে বদলি বেঞ্চে চলে যান। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগে সিএসকেএ মস্কো সফরে তার খেলা নিয়ে শঙ্কা আছে। প্রায় একই ধরনের দৃশ্য বার্সা শিবিরেও দেখা গেছে। বুধবার টটেনহ্যাম সফরে যাওয়ার আগে আর্নেস্টো ভালভার্ডে ক্যাম্প ন্যুতে লিওনেল মেসিকে মূল একাদশে বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু ৪১ মিনিটে ওস্কার মার্কোস বিলবাওকে এগিয়ে দেয়ার পর মেসিকে নামাতে বাধ্য হন বার্সা বস। ৮৪ মিনিটে মেসির শটে বার্সার পক্ষে সমতা ফেরান মুনির এল হাদাদি। জিরোনার বিপক্ষে ড্র ও লেগানেসের কাছে পরাজিত হওয়ার পর বার্সিলোনা ওয়েম্বলি সফরে যে খুব একটা আত্মবিশ্বাসী থাকবে না তা নিঃসন্দেহে বলা যায়। থাইয়ের পেশিতে টান পড়ায় বার্সা দলে থাকছেন না সার্জি রবার্তো। সর্বশেষ ২০০৪ সালে ক্যাম্প ন্যুতে পয়েন্ট সংগ্রহ করেছিল বিলবাও। ওই ম্যাচে বিলবাওয়ের কোচ ছিলেন এখনকার বার্সা কোচ ভালভার্ডে। টটেনহ্যাম ম্যাচকে সামনে রেখে মেসি ও সার্জিও বাসকুয়েটকে বিশ্রামে রাখার সিদ্ধান্তে বেশ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ভালভার্ডেকে। এ সম্পর্কে অবশ্য বার্সা বস বলেন, মেসিকে দলের বাইরে রাখা পুরোটাই আমার সিদ্ধান্ত। গত ১০ দিনে সে চারটি ম্যাচ খেলেছে। সে কারণেই চ্যাম্পিয়ন্স লীগের আগে তাকে আর কোন চাপ দিতে চাইনি। আমি জানি এটাই সঠিক সিদ্ধান্ত। যদিও এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত নেয়াটা ঝুঁকির। কিন্তু আমি অনেক কিছু চিন্তা করেই এটা করেছি। রিয়াল ও এ্যাটলেটিকো ম্যাচে কুর্তোয়া আবারও নিজেকে প্রমাণ করেছেন কেন তাকে বিশ্বের সেরা গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হয়। চেলসি থেকে ধারে তিন বছর এ্যাটলেটিকোতে কাটালেও রিয়ালের হয়ে এটাই তার প্রথম মাদ্রিদ ডার্বি। এ্যান্টোনিও গ্রিজম্যান ও দিয়াগো কোস্টার দুটি প্রচেষ্টা তিনি যেভাবে রক্ষা করেছেন তাতে রিয়াল আরও একবার বুঝতে পেরেছে বেলজিয়ান এই গোলরক্ষককে দলে ভিড়িয়ে তারা মোটেই ভুল করেনি। ম্যাচ শেষে টানা তিন ম্যাচ জিততে না পারা বার্সিলোনার রক্ষণভাগে আরও উন্নতির দরকার আছে বলে মনে করেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। তিনি বলেন, রক্ষণে আমাদের আরও শক্তিশালী হতে হবে এবং সব ম্যাচে গোল খাওয়া চলবে না, বিষয়টা নিয়ে আমরা সতর্ক আছি। লীগে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকলেও অবশ্য চিন্তিত নন আর্জেন্টাইন তারকা। বলেন, উদ্বেগের কিছু নেই। এটা কেবল মৌসুমের শুরু। আমাদের কেবল গত দুইটা ম্যাচের ফল নিয়ে রাগ হচ্ছে। লেগানেসের মাঠে প্রথমার্ধে আমরা ভাল করেছিলাম এবং হেরে যাই। আমরা জয়ের অনেক পরিস্থিতি তৈরি করেছিলাম। এদিকে ফুটবলারদের বিশ্রাম দেয়া প্রসঙ্গে বার্সা কোচ ভালভার্ডে বলেন, আমি যখন সিদ্ধান্ত নেই তখন আমি আমার দল ও ক্লাবের সর্বোচ্চ ভালটা ভাবি। ম্যাচের আগে আমি সবসময় এটা করি। আমি এটা পরে করতে পারব না আবার পিছনেও ফিরতে পারব না। সমর্থকরা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমাকে আমার দলের সর্বোচ্চ ভালটা নিয়ে চিন্তা করতে হয়।
×