ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনসিএল শুরু আজ

প্রকাশিত: ০৭:২৫, ১ অক্টোবর ২০১৮

এনসিএল শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ২০তম আসর শুরু হচ্ছে আজ। আজ শুরু হয়ে ৮ নবেম্বর চলবে লীগ। প্রথম শ্রেণীর এ আসর ডাবল লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে চলবে খেলা। প্রথম রাউন্ডে প্রথম স্তরে রাজশাহীতে রাজশাহী ও খুলনা মুখোমুখি হবে। বগুড়ায় বরিশাল ও রংপুর লড়াই করবে। প্রথম রাউন্ডে দ্বিতীয় স্তরে ফতুল্লায় চট্টগ্রাম ও ঢাকা এবং সিলেটে সিলেট ও ঢাকা মেট্রো খেলবে। এবারের লীগ ৩৯ দিন ধরে চলবে। প্রতিটি দলকে ৬টি করে ম্যাচ খেলতে হবে। তিনটি ম্যাচ হবে হোমে। তিনটি ম্যাচ হবে এ্যাওয়েভিত্তিতে। আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুইয়ে দল। এর মধ্যেও চলবে জাতীয় লীগের খেলা। জিম্বাবুইয়ে সিরিজের খেলাগুলো ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে। তাই ঢাকা ও চট্টগ্রামে লীগের কোন ম্যাচ রাখা হয়নি। গতবারের মতো এবারও দুই স্তরে (টায়ার ওয়ান ও টায়ার টু) জাতীয় ক্রিকেট লীগ হবে। প্রথম স্তরে গতবারের চ্যাম্পিয়ন খুলনার সঙ্গী রংপুর, বরিশাল ও দ্বিতীয় স্তর থেকে উঠে আসা রাজশাহী। দ্বিতীয় স্তরে চট্টগ্রাম, সিলেট ও ঢাকা মেট্রোর সঙ্গী প্রথম স্তর থেকে নেমে যাওয়া ঢাকা। এবারের আসরে খেলা হবে আট ভেন্যুতে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, রংপুরের ক্রিকেট গার্ডেন, সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম ও বরিশাল জেলা স্টেডিয়ামে খেলা হবে। গত আসরে প্রথম ব্যাট করতে নামা দলের জন্য ১২০ ওভার নির্ধারিত থাকলেও এবার কোন ওভারের সীমাবদ্ধতা থাকছে না। তাছাড়া একটি দল ২৫০ রানের পর যা রান করবে তার জন্য ০.১ পয়েন্ট করে পাবে। আর প্রতি ৮০ ওভার পরপর বল পরিবর্তন করা হবে। প্রথম দুই রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটাররা নিজ নিজ বিভাগের হয়ে খেলবেন। এবারও যথারীতি ডাবল লীগ পদ্ধতিতে প্রতিটি দল নিজেদের টায়ারের অপর তিনটি দলের মুখোমুখি হবে। টায়ার টু’র চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে টায়ার ওয়ানে উত্তীর্ণ হবে। আর টায়ার ওয়ানে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল টায়ার টুতে নেমে যাবে। প্রতিটি ম্যাচ সকাল সাড়ে নয়টায় শুরু হবে।
×