ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যানসিটি-আর্সেনালের সহজ জয়

প্রকাশিত: ০৭:২৪, ১ অক্টোবর ২০১৮

 ম্যানসিটি-আর্সেনালের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। শনিবার রাতে নিজেদের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে গানার্সরা ২-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। অন্য ম্যাচে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অতিথি ব্রাইটনকে একই ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এবারের মৌসুমে দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। একের পর এক হার, নয়তো ড্র করে পয়েন্ট তালিকায় বেশ নিচে নেমে গেছে হোসে মরিনহোর দল। ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-১ গোলের ব্যবধানে হেরে গেছে নিচের সারির দল ওয়েস্টহ্যামের বিপক্ষে। অন্যদিকে তাদের নগর প্রতিদ্ব›দ্বী ম্যানচেস্টার সিটি এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। এবারের মৌসুমে একটি ম্যাচেও হারের মুখ দেখতে হয়নি ম্যানসিটিকে। ওয়েস্টহ্যামের মাঠে খেলতে গিয়ে ভালই নাজেহাল হতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ৫ মিনিটের মাথায় তারা হজম করেছিল প্রথম গোলটি। ৪৩ মিনিটে দলের দুর্দশা আরও বাড়িয়ে দিয়ে আত্মঘাতী গোল করে বসেন ভিক্টর লিনডেলফ। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শেষ করে রেড ডেভিলরা। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে একটি গোল শোধ করেন মার্কাস রাসফোর্ড। তবে তিন মিনিট পরই আবার ব্যবধান বাড়িয়ে দেন ওয়েস্টহ্যামের মার্কো আরনাতোভিচ। ফলে শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ম্যানইউকে। অন্যদিকে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে ম্যানইউর নগর প্রতিদ্বন্দ্বী ও গতবারের শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি। ২৯ মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি করেন রহিম স্টার্লিং। ৬৫ মিনিটে দ্বিতীয় গোলটি আসে সার্জিও আগুয়েরোর কল্যাণে। এই জয়ের পর সাত ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমানসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দখল নিয়েছে লিভারপুল। আর সাত ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে দশম স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-অধিনায়ক হিসেবে আর থাকছেন না পল পোগবা। তবে মরিনহো কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন সে ব্যাপারে কিছুই বলেননি এই খেয়ালি কোচ। তিনি অবশ্য নিশ্চিত করেছেন, দলের হয়ে মাঠে খেলবেন পোগবা। ডার্বি কাউন্টির বিপক্ষে পেনাল্টিতে ৮-৭ ব্যবধানে হারার পর পোগবাকে সরিয়ে দিয়েছেন মরিনহো। অনুশীলনে পোগবার সঙ্গে তর্কের সময় মরিনহো পোগবাকে অধিনায়কত্বের অযোগ্য বলে ঘোষণা দেন। কারণ হিসেবে বলেন, ফরাসী মিডফিল্ডারের নাকি সেই দায়িত্ব পালনের মতো যথাযথ যোগ্যতা নেই। বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার পোগবা ইউনাইটেডের অধিনায়ক হিসেবে এই মৌসুমে তিনবার খেলেছেন। এমনকি এ্যান্টোনিও ভ্যালেন্সিয়ার অনুপস্থিতিতে প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচে লিচেস্টার সিটির বিপক্ষের ম্যাচেও অধিনায়কত্ব করেন তিনি। যখন এই পঁচিশ বছর বয়সী খেলোয়াড়কে বার্সিলোনা দলে নেয়ার ব্যাপারে চিন্তা করছিল তখন হঠাৎ করে অধিনায়কের আর্মব্যান্ড দেয়া হয়েছিল পোগবাকে। তবে গত শনিবার উলভসের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর পোগবার কিছু মন্তব্যে মরিনহো আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ম্যানইউ কোচ মরিনহো বলেন, যেটি সত্য সেটি হচ্ছে, আমি পোগবাকে সহ-অধিনায়ক হিসেবে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। দলে না রাখার সিদ্ধান্ত এটি নয়। তাকে সহ-অধিনায়কের দায়িত্বও আমিই দিয়েছিলাম। এটা শুধুই একটা সিদ্ধান্ত, যার কোন কৈফিয়ত আমি দিতে অনিচ্ছুক।
×