ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮২ বছরের রেকর্ড স্পর্শ করল পিএসজি

প্রকাশিত: ০৭:২২, ১ অক্টোবর ২০১৮

৮২ বছরের রেকর্ড স্পর্শ করল পিএসজি

জিএম মোস্তফা ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানে শতভাগ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শনিবার তারা ৩-০ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে নিসকে। সেই সঙ্গে চলতি মৌসুমে টানা আট জয় তুলে নিয়েছে থমাস টাচেলের দল। শুধু তাই নয়, লীগ ওয়ানে আট দশকেরও বেশি সময়ের রেকর্ডে ভাগ বসাল প্যারিস জায়ান্টরা। এর আগে ফরাসী লীগে মৌসুম শুরুর প্রথম আট ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল কেবল লিল। ১৯৩৬ সালে লীগ ওয়ানে প্রথম দল হিসেবে বিরল এই কীর্তি গড়েছিল তারা। পিএসজির সামনে এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। নেইমার এমবাপেরা যেভাবে ছুটছে লীলের সেই রেকর্ডকে ছাড়িয়ে যাওয়াটা এখন কেবলই সময়ের ব্যাপার। নিসের মাঠে এদিন আতিথ্য পায় পিএসজি। এই ম্যাচের ২২ মিনিটেই গোল করে সফরকারীদের প্রথম এগিয়ে দেন নেইমার। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির পর প্রথম মিনিটেই পিএসজির গোল ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টোফার এনকুঙ্কু। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে দুই হলুদ কার্ড দেখে ওয়াইলেন সাইপ্রিয়েন মাঠ ছাড়লে কপাল পুড়ে স্বাগতিকদের। তবে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত পিএসজিকে দারুণভাবে রুখে দেয় নিস। এই সময়ে স্বাগতিকদের জালে কোন বল জড়াতে পারেনি সফরকারীরা। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+২) ব্রাজিলিয়ান তারকা নেইমার আবারও গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। ফরাসী তারকা কিলিয়ান এমবাপের এ্যাসিস্টে চলতি মৌসুমের সপ্তম গোলটি করেন নেইমার। ২০১৮-১৯ মৌসুমে লীগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার। এই সময়ে ৬২০ মিনিট খেলে প্রতিপক্ষের জালে ৭ বার বল জড়ানোর পাশাপাশি সতীর্থদের দিয়ে দুই গোল করাতেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছেন সাবেক বার্সিলোনার এই তারকা ফরোয়ার্ড। ৬ গোল করে লীগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন মার্সেইর ফ্লোরিয়ান থাউভিন। তবে তিনি খেলেছেন মাত্র ৪৫০ মিনিট। এই সময়ে তার একটি এ্যাসিস্টও রয়েছে। ফ্রেঞ্চ লীগ ওয়ানে পাঁচটি করে গোল করে এই তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে নেইমারেরই ক্লাব সতীর্থ এডিনসন কাভানি এবং বোর্দোর ফ্র্যাঙ্কোইস কামানো। এছাড়া পিএসজির কিলিয়ান এমবাপে এবং এ্যাঞ্জেল ডি মারিয়া ফ্রেঞ্চ লীগ ওয়ানে এ মৌসুমে চারটি করে গোল করেছেন। দু’জনেরই সমান তিনটি করে এ্যাসিস্ট রয়েছে। ফ্রেঞ্চ লীগ ওয়ানে গত অর্ধযুগেরও বেশি সময় ধরে এককভাবে রাজত্ব করছে পিএসজি। শেষ সাত বছরের মধ্যে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে খেলছে এবার তারা। সেই লক্ষ্যে নতুন মৌসুমের প্রথম আট ম্যাচের সবকটিতেই জিতে দারুণ সন্তুষ্ট পিএসজির কোচ থমাস টাচেল। বিশেষ করে শক্তিশালী নিসের বিপক্ষে জয়ে রোমাঞ্চিত তিনি। তাছাড়া এক সপ্তাহের মধ্যেই টানা তিনটি ম্যাচ খেলাটাও যে সহজ ব্যাপার নয় সেটাও জানিয়েছেন নেইমার-এমবাপেদের কোচ। এ প্রসঙ্গে ম্যাচের শেষে টাচেলের অভিমত, ‘এক সপ্তাহের মধ্যেই তিনটি ম্যাচ খেলা মোটেও সহজ ব্যাপার নয়। তাছাড়া নিস বলের লড়াইয়ে দুর্দান্ত। বল দখলের লড়াইয়ে ছেলেরা সবধরনের চেষ্টাই করেছে। তাদের পারফর্মেন্সে সত্যিই আমি খুব খুশি।’ টানা ৮ ম্যাচে জয়ের ফলে ২৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। সমান সংখ্যক ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দুইয়ে রয়েছে সেইন্ট এটিনে। দুই নম্বরের দলের সঙ্গে পিএসজির পয়েন্ট ব্যবধান ৯। পিএসজির জয়ের দিনে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে গুইনগ্যাম্প, কায়েন ও স্ট্র্যাসবার্গ। তবে পিএসজির এবার মূল লক্ষ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। কিন্তু ইউরোপ সেরার মিশনে শুরুটা মোটেও সুবিধে করতে পারেনি কাভানি-ডি মারিয়ারা। নিজেদের প্রথম ম্যাচেই যে হেরে যায় ইংলিশ জায়ান্ট লিভারপুলের কাছে।
×