ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকিবকে হটিয়ে শীর্ষে রশিদ খান

প্রকাশিত: ০৭:২১, ১ অক্টোবর ২০১৮

 সাকিবকে হটিয়ে শীর্ষে রশিদ খান

শাকিল আহমেদ মিরাজ ॥ রশিদ খান। ক্রিকেটে সময়ের বিস্ময়। যার লেগস্পিন ঘূর্ণিতে বেসামাল বিশ্বের তাবত সব ব্যাটসম্যান। আফগান সুপারস্টার ব্যাট হাতেও যে কম যান না সেটি এখন প্রমাণিত সত্য। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানে দ্যুতি ছড়িয়ে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন রশিদ। বাংলাদেশী তারকা সাকিব আল হাসানকে দুইয়ে নামিয়ে দিলেন ২০ বছর বয়সী এ আফগান। আফগানিস্তানের প্রথম এবং বিশ্বের ৩২তম ক্রিকেটার হিসেবে ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার হলেন রশিদ খান। এশিয়া কাপ শুরুর আগে বিশ্বসেরা অলরাউন্ডারদের তালিকায় রশিদ খান ছিলেন ৭ নম্বরে। সাকিব ছিলেন এক নম্বরে। অর্থাৎ এক লাফে ৬ ধাপ পেরিয়ে র‌্যাঙ্কিংয়ের চ‚ড়ায় পা রাখলেন রশিদ! রশিদের রেটিং পয়েন্ট এখন ৩৫৩। দুইয়ে থাকা সাকিবের ৩৪২। ৩৩৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরেও একজন আফগান স্পিনার। তিনি মোহাম্মদ নবী। মানে ওয়ানডে অলরাউন্ডার তালিকায় এখন আফগানদেরই জয়জয়কার। এবারের এশিয়া কাপে যৌথভাবে সর্বোচ্চ ১০টি করে উইকেট পেয়েছেন রশিদ খান, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও ভারতের স্পিনার কুলদীপ যাদব। তবে তিনজনের মধ্যে সবচেয়ে কম রান দিয়েছেন রশিদ। তার খরচ ১৭২ রান। মুস্তাফিজ দিয়েছেন ১৮৫ রান। কুলদীপের খরচ ২৩৭ রান। বোলিংয়ের পাশাপাশি রশিদ খান ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন। এশিয়া কাপে খেলা ৫ ম্যাচের ৪টিতে ব্যাট করার সুযোগ পেয়ে খেলেছেন ১৩, ৫৭*, ৫ ও ১২* রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৫৭ রানের ইনিংসটা আবার মাত্র ৩২ বলে। বিপরীতে সাকিব এশিয়া কাপে খেলেন ৪ ম্যাচে। তার দুটিতে আউট শূন্য রানে। বাকি দুই ম্যাচে করেন ৩২ ও ১৭ রান। বল হাতে উইকেট নিয়েছেন ৭টি। এক নম্বর অলরাউন্ডার হওয়াই শুধু নয়, বিশ্বের সেরা ওয়ানডে বোলারদের তালিকাতেও দুই নম্বরে উঠে এসেছেন রশিদ খান। সেরা বোলার তালিকায় এখনও এক নম্বর স্থানটি ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ’র দখলে। তবে শীর্ষে থাকা বুমরাহর সঙ্গে রশিদের রেটিং ব্যবধান মাত্র ৯। বুমরাহর রেটিং পয়েন্ট ৭৯৭, রশিদ খানের ৭৮৮। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন আরও একজন আফগান। রশিদের সহস্পিনার মুজিব-উর রহমান আছেন ৮ নম্বরে। বাংলাদেশীদের মধ্যে ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে মুস্তাফিজ। ৪ ধাপ এগিয়ে ১২ নম্বরে আছেন তিনি। এরপর ২৭ নম্বরে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিব ২৯ নম্বরে। রুবেল হোসেন ৪২ নম্বরে। বাংলাদেশের স্পেশালিস্ট স্পিনার মেহেদী হাসান মিরাজ ৬৮ নম্বরে। এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন চ্যাম্পিয়ন ভারতকে নেতৃত্ব দেয়া রোহিত শর্মা। এশিয়া কাপে না হলেও শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তবে এশিয়া কাপের দুর্দান্ত পারফর্মেন্সে রোহিত (৮৪২) সতীর্থ কোহলির (৮৮৪) সঙ্গে রেটিং ব্যবধানটা কমিয়ে এনেছেন। এশিয়া কাপের ৫ ম্যাচে একটি সেঞ্চুরিসহ দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ রান করেছেন রোহিত। দুই সেঞ্চুরিতে সর্বোচ্চ ৩৪২ রান করা শিখর ধাওয়ান ৫ নম্বরে। তামিম ১৪ আর মুশফিক ১৬তে।
×