ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফুটওভারব্রিজ নির্মাণে হাইকোর্টের রুল

প্রকাশিত: ০৬:৫৫, ১ অক্টোবর ২০১৮

 ফুটওভারব্রিজ নির্মাণে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা সুপ্রীমকোর্টের উত্তরকোণ ও মৎস্য ভবনের সামনের রাস্তা পারাপারের সুবিধার্থে জনগণের জন্য কেন আন্ডারপাস বা ফুটওভারব্রিজ নির্মাণ করার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রধান প্রকৌশলী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রসহ সরকারের সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে, এ সংক্রান্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি আইনজীবী সমিতির পাঠানো চিঠি নিষ্পত্তি করার নির্দেশ দেন আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
×