ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রটোকল মেনে চললে সংক্রমণজনিত মৃত্যু কমিয়ে আনা সম্ভব

প্রকাশিত: ০৬:৫৪, ১ অক্টোবর ২০১৮

  স্বাস্থ্যসম্মত পরিবেশ ও  প্রটোকল মেনে চললে সংক্রমণজনিত মৃত্যু কমিয়ে আনা সম্ভব

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠিত রোগ জীবাণু সংক্রমণ নিয়ন্ত্রণ বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা বলেন, উন্নত বিশ্বে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) সংক্রমণজনিত মৃত্যুহার যেখানে সর্বোচ্চ ৫ শতাংশ, বাংলাদেশে সেই হার ৪০ শতাংশের উর্ধে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ ও এর যথার্থ বাস্তবায়ন সম্ভব হলে সংক্রমণজনিত মৃত্যুহার ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব। রবিবার সকালে বিএসএমএমইউ’র শহীদ ডাঃ মিলন হলে এ বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া এ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ ও মাইক্রোবায়োলজি এ্যান্ড ইমিউনোলজি বিভাগের যৌথ উদ্যোগে ইনফেকশন কন্ট্রোল বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও যথাযথ প্রটোকল মেনে চলার মতো বিষয়গুলো নিশ্চিত করতে পারলে সংক্রমণজনিত মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব। -বিজ্ঞপ্তি
×