ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ০৬:৫৩, ১ অক্টোবর ২০১৮

ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজে লিফটে ওঠা নিয়ে কথা কাটাকাটির জেরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রুহুল আমিনকে মারধরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তদন্ত কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি ও সাধারণ সম্পাদকের জরুরী সিদ্ধান্ত মোতাবেক গত ২৭ সেপ্টেম্বর রাতে ঢামেক হাসপাতালে সংঘটিত অনাকাক্সিক্ষত ঘটনার সুষ্ঠু ও সঠিক তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে কমিটির সদস্যদের সুপারিশসহ তদন্ত রিপোর্ট সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন সাবেক সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, সাবেক সহ-সভাপতি আরেফিন সিদ্দিকী সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক তানজিল ভূঁইয়া তানবীর, জিয়া হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালমান প্রধান শাওন। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। রুহুল আমিন এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসকে দায়ী করেন। তিনি বলেছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিতের ২০-২৫ জন অনুসারী তাকে মারধর করেছে। তাকে মারতে মারতে ৮ তলা থেকে নিচে নিয়ে আসে। মারার পাশাপাশি তাকে শিবির বলে অপবাদ দিতে থাকে। ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, আমার ভাই ঢাকা মেডিক্যালে গিয়েছিলেন প্রেগনেন্ট ভাবিকে নিয়ে। লিফটে ওঠার সময় রুহুল ভাই আমার ভাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কি করে। আমার ভাইকে বলে, ‘আমি যদি তোর হাত-পা ভাইঙা ফালাই তাইলে কি করবি?’ পরে আমি শুধু তারে জিজ্ঞেস করেছি, ভাই আপনি আমার ভাইয়ের সঙ্গে খারাপ বিহ্যাভ কেন করছেন? পরে সে আমার সঙ্গেও খারাপ বিহ্যাভ করেছে।’
×