ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত

প্রকাশিত: ০৬:৫২, ১ অক্টোবর ২০১৮

 দেশের ২০ লাখ  মানুষ ক্যান্সারে  আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশে বর্তমানে ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত। প্রতিবছর নতুন করে আক্রান্ত হচ্ছেন আরও দুই লাখ মানুষ। আর এ রোগে প্রতিবছর মৃত্যু হচ্ছে দেড় লাখ মানুষের। বাংলাদেশের প্রেক্ষাপটে মৃত্যুর ষষ্ঠ প্রধান কারণ ক্যান্সার।-খবর ওয়েবসাইটের রবিবার ‘ক্যান্সার সচেতনতা মাস-২০১৮’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ ইহতেশামুল হক। অক্টোবরকে ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
×