ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮ কৃতী ও গুণীজনকে সম্মাননা দিল চট্টগ্রাম প্রেসক্লাব

প্রকাশিত: ০৬:৫১, ১ অক্টোবর ২০১৮

  ৮ কৃতী ও গুণীজনকে সম্মাননা দিল চট্টগ্রাম প্রেসক্লাব

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ বিশিষ্ট ব্যক্তিত্বকে গুণীজন হিসেবে সংবর্ধনা প্রদান করেছে চট্টগ্রাম প্রেসক্লাব। রবিবার বিকেলে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। সংবর্ধিত কৃতী ও গুণীজনরা হলেন- সাংবাদিকতায় দৈনিক জনকণ্ঠের উপ-সম্পাদক মোয়াজ্জেমুল হক, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক কবি স্বপন দত্ত, দি অবজারভারের চট্টগ্রাম ব্যুরো অফিসের বিশেষ প্রতিনিধি নূরুল আমিন ও দৈনিক আজাদীর বার্তা সম্পাদক এ কে এম জহুরুল ইসলাম। এছাড়া গুণীজন হিসেবে সংবর্ধিত হন মুক্তিযোদ্ধা-গবেষক ডাঃ মাহফুজুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল সংগীত শিল্পী হাসিনা জাকারিয়া বেলা এবং লায়ন প্রথম ভাইস জেলা গবর্নর কামরুন মালেক। প্রেসক্লাব হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার। সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বিএফইউজে’র সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সংবর্ধিত কৃতী সাংবাদিক ও গুণীজনরা সংবর্ধনা অনুষ্ঠানে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চট্টগ্রাম প্রেসক্লাব নিয়মিতভাবে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার জন্য গুণী ব্যক্তিত্ব ও কৃতী সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করে থাকে।
×