ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাবির ৫১তম সমাবর্তনের আমন্ত্রণপত্র ও গাউন বিতরণ বুধবার থেকে

প্রকাশিত: ০৬:৪৯, ১ অক্টোবর ২০১৮

 ঢাবির ৫১তম সমাবর্তনের আমন্ত্রণপত্র ও গাউন  বিতরণ বুধবার থেকে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনের আমন্ত্রণপত্র ও একাডেমিক কস্টিউম (গাউন) বিতরণ করা হবে আগামী বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক পরিষদের সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এফিলিয়েটেড কলেজ ও ইনস্টিটিউটগুলোর অধ্যক্ষ বা পরিচালকরা এবং সমাবর্তনে অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করা গ্র্যাজুয়েটরা নির্ধারিত স্থানগুলো থেকে আমন্ত্রণপত্র ও একাডেমিক কস্টিউম সংগ্রহ করতে পারবেন। আগামী ৬ অক্টোবর সমাবর্তন অনুষ্ঠান শেষে সংগৃহীত স্থানে কস্টিউম ফেরত দিয়ে গ্র্যাজুয়েটরা তাদের সার্টিফিকেট সংগ্রহ করবেন। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, একাডেমিক পরিষদের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এফিলিয়েটেড কলেজ ও ইনস্টিটিউটগুলোর অধ্যক্ষ/পরিচালক এবং ঢাবি অধিভুক্ত সরকারী সাত কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদকগণ কস্টিউম ও আমন্ত্রণপত্র সংগ্রহ করতে পারবেন। কলা ও আইন অনুষদভুক্ত বিভাগগুলো, আধুনিক ভাষা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটরা কলা অনুষদ ভবন থেকে কস্টিউম সংগ্রহ করতে পারবে। কার্জন হলের বিজ্ঞান ক্যাফেটেরিয়া থেকে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভাগগুলো এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ, তথ্য প্রযুক্তি, শক্তি ও লেদার ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, হোমিওপ্যাথিক, ইউনানী, আয়ুর্বেদিক, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং, শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটরা কস্টিউম সংগ্রহ করতে পারবে। বিজনেস স্টাডিজ অনুষদ ভবনÑবিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলো, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্টের গ্র্যাজুয়েটরা। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলো, সমাজকল্যাণ ও গবেষণা, স্বাস্থ্য অর্থনীতি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এ্যান্ড ভালনারেবিলিটি ইনস্টিটিউট, ঢাকা স্কুল অব ইকোনমিক্স এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গবর্নেন্স এ্যান্ড ম্যানেজমেন্টের গ্র্যাজুয়েটদের কস্টিউম বিতরণ করবে। ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শিক্ষা, চিকিৎসা এবং স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদ, নার্সিং কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর গ্র্যাজুয়েট এবং এম. ফিল ও পিএইচ.ডি ডিগ্রীপ্রাপ্ত এবং পদকপ্রাপ্তদের কস্টিউম বিতরণ করা হবে। ইডেন মহিলা কলেজ থেকে উক্ত কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজের গ্র্যাজুয়েটরা সংগ্রহ করবে। ঢাকা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারী কলেজ, সরকারী বাঙলা কলেজ, কবি নজরুল সরকারী কলেজ, তিতুমীর সরকারী কলেজের গ্র্যাজুয়েটরা ঢাকা কলেজ থেকে আমন্ত্রণপত্র ও একাডেমিক কস্টিউম বিতরণ সংগ্রহ করতে পারবেন।
×