ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অটো বিলিংয়ে এলপিজি সরবরাহ

প্রকাশিত: ০৬:৪৬, ১ অক্টোবর ২০১৮

 অটো বিলিংয়ে এলপিজি সরবরাহ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে প্রথমবারে মতো চালু হলো অটোবিলিং এ এলপিজি সরবরাহ। মতিঝিলে মেঘনা পেট্রোলিয়াম ও ডিএস বিজনেস পয়েন্ট রবিবার থেকে এই নতুন পদ্ধতির সরবরাহ চালু করেছে। সাধারণত যানবাহনে জ্বালানি নেয়ার সময় হাতে লেখা স্লিপে টাকা নেয়া হয়। কিন্তু নতুন এই পদ্ধতিতে গ্রাহক গ্যাস নেয়ার সময়ই একটি স্লিপে মূল্যের হিসাব বের হয়ে আসবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রবিবার অটোগ্যাস সরবরাহ উদ্বোধন করে বলেন, আগামী দিনের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম হবে ইলেকট্রনিক যানবাহন। ইলেকট্রনিক চার্জিং স্টেশন করার উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে। তিনি বলেন, সরকারী উদ্যোগে ও জনগণের সচেতনতায় জ্বালানি তেলে ভেজাল রোধ করা হয়েছে। এসময় তিনি বলেন, প্রতিটি ফিলিং স্টেশনে আধুনিক অথচ ছোট শপিং সেন্টার ও টয়লেট ব্যবস্থা থাকা উচিত। সিএনজি ও পেট্রোল-অকটেনের পাশাপাশি অটোগ্যাস (এলপিজি) জ্বালানি হিসেবে থাকবে। ইলেকট্রনিক যানবাহনও দিনে দিনে জনপ্রিয় হবে। উল্লেখ্য যে, বর্তমানে ঢাকায় ৪টি অটোগ্যাস ফিলিং স্টেশন রয়েছে। এ সময় অন্যান্যের মাধ্যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল্লাহ-আল-খালেদ, মেঘনার পরিচালনা পর্ষদের সদস্য ইস্তাক আহমেদ শিমুল বক্তব্য রাখেন। ফিলিং স্টেশনে অটোগ্যাসের দাম রাখা হচ্ছে লিটার প্রতি ৫০ টাকা। গাড়িগুলোয় এই গ্যাস ব্যবহার করতে কনভারশন করতে হবে। এর খরচও খুব বেশি নয়। বর্তমানে ঢাকায় ৪টি অটোগ্যাস ফিলিং স্টেশন রয়েছে। অটোগ্যাস সিএনজির চেয়ে নিরাপদ। ফলে এই গ্যাসের ব্যবহার বৃদ্ধি করা যেতে পারে। ষাট লিটারের একটি সিলিন্ডারে অটোগ্যাস চার্জ করা হলে ৪৮০ কিলোমিটার পথ পাড়ি দেয়া যেতে পারে।
×