ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৃত্রিমভাবে সিংহ শাবকের জন্ম!

প্রকাশিত: ০৫:৫০, ১ অক্টোবর ২০১৮

  কৃত্রিমভাবে সিংহ শাবকের জন্ম!

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার বাইরে একটি সংরক্ষণ কেন্দ্রে দুটি ছোট সিংহ শাবক একে অপরের সঙ্গে খেলা করছে দেখা যাবে। তাদের মধ্যে সারধারণ মিল খুঁজে বের করা কঠিন। তবে এই শাবকদুটো অনন্য। কেননা তারা কৃত্রিম গর্ভে জন্ম নেয়া প্রথম সিংহ শাবক। পৃথিবীতে এটাই প্রথম বলে জানিয়েছে ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার বিজ্ঞানীরা। তারা সিংহীর দুটি শাবকের একটি মেয়ে ও অপরটি ছেলে। ২৫ আগস্ট তারা সুস্থ অবস্থায় ও স্বাভাবিকভাবে জন্ম নেয়। ১৮ মাস ধরে এই শাবক দুটিকে নিবিড় পরিচর্যায় রাখা হয়। একটি সুস্থ সিংহ থেকে শুক্রাণু সংগ্রহ করে সিংহীর ডিম্বানুতে নিষিক্ত করা হয় কৃত্রিমভাবে। সৌভাগ্যক্রমে প্রথম অবস্থাতেই দুটি শাবকের জন্ম হওয়ার সম্ভাবনা দেখতে পান বিজ্ঞানীরা। -এএফপি
×