ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বহুমুখী যুদ্ধবিমান

প্রকাশিত: ০৫:৫০, ১ অক্টোবর ২০১৮

 বহুমুখী যুদ্ধবিমান

চীনের তৈরি প্রথম বহুমুখী যুদ্ধবিমান ‘এফটিসি-২০০০জি’ উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই আসনের বিমানটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১,৪৭০ কিলোমিটার। টেকঅফের সময় সর্বোচ্চ ১১ মেট্রিক টন ভর বহনে সক্ষম। সর্বোচ্চ ফ্লাইট পরিসীমা ২,৪০০ কিলোমিটার ও অভিযানের সময় ১৫ কিলোমিটার। একনাগাড়ে তিন ঘণ্টা ধরে আকাশ থেকে অভিযান চালাতে পারবে ও তিন টনের মতো ক্ষেপণাস্ত্র, রকেট ও বোমা বহন করতে পারবে। -ডেইলি চায়না
×