ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জার্মানিতে ইউরোপের অন্যতম বৃহৎ মসজিদের উদ্বোধন এরদোগানের

প্রকাশিত: ০৫:৪৯, ১ অক্টোবর ২০১৮

 জার্মানিতে ইউরোপের অন্যতম বৃহৎ মসজিদের উদ্বোধন এরদোগানের

জার্মানিতে ইউরোপের অন্যতম বড় একটি মসজিদ উদ্বোধন করার পর দেশটিতে তিনদিনের সফর শেষ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। কোলনের এই মসজিদটি শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বলে উদ্বোধনের পর মন্তব্য করেছেন এরদোগান। স্থানীয়দের প্রতিবাদ সত্তেও মসজিদটি নির্মাণ করতে দেয়ায় জার্মান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। খবর বিবিসির। প্রায় ৩০ লাখ তুর্কী জার্মানিতে বসবাস করেন। তুরস্কের সঙ্গে এদের নিবিড় যোগাযোগ আছে। এদের বিশাল একটি অংশের বাস কোলনে। এরদোগানের সফরকে সামনে রেখে শহরটিতে বড় ধরনের অভিযান চালায় জার্মান পুলিশ। শনিবার এরদোগানের মসজিদ উদ্বোধন উপলক্ষে কোলনে তার সমর্থক ও তার বিরোধী, উভয়পক্ষই জড়ো হয়েছিল। মসজিদের বাইরে সর্বোচ্চ ২৫ হাজার মানুষকে জড়ো হওয়ার অনুমতি দেয়ার পরিকল্পনা নিলেও নিরাপত্তা শঙ্কায় পরে তা বাতিল করে শহর কর্তৃপক্ষ। কোলনের কেন্দ্রীয় এ মসজিদ একটি মুসলিম ধর্মীয় গোষ্ঠী নির্মাণ করেছে। তাদের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানিয়েছে বিবিসি।
×