ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিহতের সংখ্যা কয়েক হাজার হতে পারে ॥ ভাইস প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৮৩২

প্রকাশিত: ০৫:৪৫, ১ অক্টোবর ২০১৮

ইন্দোনেশিয়ায় নিহতের  সংখ্যা বেড়ে ৮৩২

ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামিতে রবিবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৮৩২ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়বে। রবিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) এ তথ্য জানিয়েছে। খবর ওয়েবসাইটের। বিএনপিবি জানায়, প্রাথমিকভাবে যা ভাবা হয়েছিল ক্ষতিগ্রস্ত এলাকা তার চেয়েও অনেক বড় হতে পারে। প্রত্যন্ত এলাকাগুলো থেকে হতাহতের সংবাদ আসতে শুরু করার পর নিহতের সংখ্যা আরও অনেক বেড়ে যাবে বলে ধারণা করেছিল কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে তাদের ধারণাই বাস্তব রূপ নিচ্ছে। শুক্রবার ভূমিকম্পের কিছুক্ষণ পর সুলাওয়েসি পালু শহরে সুনামি আঘাত হানে। সাগর থেকে ছুটে আসা ছয় মিটার উঁচু (২০ ফুট) ঢেউ উপক‚লীয় শহরটিতে আছড়ে পড়ে। এতে পালুর বেশিরভাগ বাড়িঘর, হাসপাতাল, শপিংমল ও হোটেল ধসে গেছে। সুনামিতে একটি সেতু ভেঙ্গে ভেসে গেছে এবং ভূমিধসে পালুর প্রধান মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিএনপিবির মুখপাত্র সুতোপো পুরও নুগরোহো। ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ১০ ফুট উঁচু সুনামি সুলাওয়াসি দ্বীপের পালু শহরকে ভাসিয়ে নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পালুর একটি হোটেল ও মার্কেটের ধ্বংসস্ত‚পের মধ্যে বহু লোক আটকা পড়ে আছে। ধসে পড়া ওই মার্কেটের সামনে রবিবার কয়েক শ’ লোক জড়ো হয়ে তাদের স্বজনদের সন্ধান করছে। তাদের নিখোঁজ স্বজনরা মার্কেটের ধ্বংসস্ত‚পের মধ্যে জীবিত অবস্থায় আটকা পড়ে আছে বলে মনে করছেন তারা। রেডক্রস জানিয়েছে, জীবিত ও আহতদের উদ্ধারে তাদের কর্মী ও স্বেচ্ছাসেবকরা দুর্গত এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত শুধু পালুর নিহতের সংখ্যা প্রকাশ পেয়েছে। পালুর উত্তরে ভূমিকম্পের উপকেন্দ্রের নিকটবর্তী দঙ্গাল এলাকায় ব্যাপক প্রাণহানি ঘটেছে বলে ধারণা কর্তৃপক্ষের। তিন লাখ বাসিন্দার এই এলাকাটি থেকে মাত্রই খবর আসা শুরু হয়েছে। নিহতের সংখ্যা কয়েক হাজার হতে পারে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুসুফ কালা। একটি উৎসব উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কয়েক শ’ লোক পালুর সৈকতে জড়ো হয়েছিল। আবছা অন্ধকারে ধেয়ে আসা পানির দেয়াল তাদের সৈকত থেকে ভাসিয়ে নিয়ে যায়, এতে অনেকেই মারা যায়। শক্তিশালী পানির তোড় সামনে যা পেয়েছে ধ্বংস করে এগিয়ে গেছে। ভূমিকম্পে পালু কারাগারের দেয়ালগুলো ভেঙ্গে পড়ার পর ৫৬০ জন কারাবন্দীর মধ্যে অর্ধেকেরও বেশি পালিয়ে গেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারা। এর পাশাপাশি দঙ্গাল কারাগার থেকেও শতাধিক বন্দী পালিয়ে গেছে। রবিবার পালু শহরের আশ্রয় কেন্দ্রগুলোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর যাওয়ার কথা রয়েছে। এক বিবৃতিতে উইদোদো জানিয়েছেন, প্রায় ১০ হাজার শরণার্থী পালু শহরের ৫০টি পয়েন্টে ঘুরে বেড়াচ্ছে। পালু শহরে যাওয়ার অনেকগুলো সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনগুলোর ধ্বংসস্ত‚পে আটকা পড়াদের উদ্ধারে ভারি যন্ত্রপাতি মোতায়েন করতে যেয়ে সমস্যায় পড়েছি আমরা। খোলা জায়গায় অস্থায়ীভাবে তৈরি চিকিৎসা তাঁবুগুলোতে বহু আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে।
×