ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৪, ১ অক্টোবর ২০১৮

টুকরো খবর

কোটি টাকা করে পাচ্ছেন রাসিক কাউন্সিলররা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাসিক কাউন্সিলরদের সংবর্ধনা দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা। শনিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফজলে হোসেন বাদশা রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় বাদশা মেয়র লিটনের ভ‚য়সী প্রশংসা করেন। এরপর রাসিকের ৩০টি ওয়ার্ড কাউন্সিলর ও ১০টি সংরক্ষিত কাউন্সিলরদের ফুলের মালা পরিয়ে দেন ফজলে হোসেন বাদশা। এ সময় বাদশা বলেন, আগামী ৫ অক্টোবর মেয়র দায়িত্বে বসার সঙ্গে সঙ্গে তার থোক বরাদ্দ থেকে ৫০ কোটি টাকা রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য দেয়া হবে। আর এই টাকা প্রতিটি ওয়ার্ডে সমভাবে বণ্টন করা হবে। তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেলে এই টাকা বণ্টন করা সম্ভব হবে না। তাই দায়িত্ব গ্রহণের সাত দিনের মধ্যে প্রতিটি কাউন্সিলরকে নিজ নিজ ওয়ার্ডে উন্নয়নের জন্য এক কোটি টাকা করে দেয়া হবে। এর মধ্যেই কি ধরনের উন্নয়নের প্রয়োজন তা প্রকল্প আকারে কর্পোরেশনের প্রধান প্রকৌশলীকে জমা দিতে বলেন বাদশা। তিনি বলেন, উন্নয়নের রাজনীতিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, খায়রুজ্জামান লিটন যতদিন মেয়র ছিলেন, রাজশাহীর উন্নয়ন ততদিন বেগবান ছিল। ভাঙ্গনরোধে ৭শ’ কোটি টাকার প্রকল্প নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩০ সেপ্টেম্বর ॥ প্রমত্তা তেঁতুলিয়া নদীর ভাঙ্গন থেকে ধুলিয়া ইউনিয়ন রক্ষার্থে ৭শ’ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ রবিবার বেলা ১১টায় ওই প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় ওই ইউপি চেয়ারম্যান আবদুর রবের সভাপতিত্বে আয়োজিত সভায় চীফ হুইপ আসম ফিরোজ বলেন, প্রধানমন্ত্রী দেশে সুসম উন্নয়নে বিশ্বাসী। বাউফলবাসীকে ভালবাসে বলেই প্রধানমন্ত্রীর নির্দেশে এই প্রকল্পে অনুমোদন পেয়েছে। তিনি দেশকে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ এবং স্বাধীনতাবিরোধীদের হাত থেকে রক্ষা করতে এবং দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ দেয়ার আহবান জানান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাউফলের ইউএনও (ভারপ্রাপ্ত) রায়হান আহম্মেদ, পটুয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান, ঢাকা দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা ও ডাঃ মাহবুবুর রহমান, সাংবাদিক অতুল পাল, প্রমুখ। দুইজনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ফেনসিডিল পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করে এক ট্রাক চালক ও এক হেলপারের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রবিবার দুপুরে বিচারক অরুনাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, ফরিদপুরের মধুখালীর ভ‚ষণলক্ষণদিয়া গ্রামের ট্রাক চালক শহীদুল ইসলাম (৩৫) ও যশোরের চাপড়ার হেলপার মেহেদী হাসান (২৫)। মামলার বিবরণে জানা যায়, আসামিরা ২০০৬ সালের ১ নবেম্বর সাতক্ষীরার দেবহাটা থেকে মিনি ট্রাকভর্তি ফেনসিডিল পাচারকালে আলিপুর নাথপাড়া এলাকা থেকে র‌্যাব-৬ এর একটি দল তাদের আটক করে। এ সময় ট্রাক তল্লাশি করে পাঁচ হাজার ৭৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি রেজাউল করিম বাদী হয়ে মামলা দায়ের করেন। চট্টগ্রামে অগ্নিকান্ড স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে একটি গার্মেন্টস এক্সেসরিজের দোকানে অগ্নিকান্ড প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। শনিবার রাতে বাজারের খোদাবক্স মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, মার্কেটে অগ্নিকান্ডের খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি অকুস্থলে ছুটে যায়। প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাদক কারবারি গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সিআরবি এলাকায় অভিযান চালিয়ে ১১ মামলার আসামি এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে এ অভিযান পরিচালিত হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, গ্রেফতার এই মাদক কারবারির নাম মো. আলাউদ্দিন (৪৫)। সে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে সিআরবি এলাকায় অবস্থান করছিল। পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আলাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে। আলোকচিত্র প্রদর্শনী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় গোল চত্বরসংলগ্ন এলাকায় প্রদর্শনীর উদ্বোধন করেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। এ সময় সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম, চুয়েট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শারদ চৌধুরী, সাধারণ সম্পাদক তন্ময় সিনহা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন পেশাদার ও শৌখিন ফটোগ্রাফারদের মোট ২ হাজার ৬০০টি ছবি জমা পড়ে। সেখান থেকে জুরি বোর্ডের মাধ্যমে ৪৩টি ছবি নির্বাচিত হয়। তন্মধ্যে ১২টি ছবিকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় মোট প্রাইজমানি ছিল দুই লাখ টাকা। প্রথম স্থান অধিকারী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান মাহমুদ প্রত্যয় এক লাখ টাকা জিতে নেন। এছাড়া দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ৭৫ হাজার টাকা ও ৫০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়। বিশাল ডলফিন ধরা পড়েছে নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩০ সেপ্টেম্বর ॥ ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে ৯ ফুট লম্বা একটি ডলফিন শনিবার সন্ধ্যায় ধরা পড়েছে। এর ওজন প্রায় ২শ’ কেজি। জানা গেছে, জেলে নয়া মিয়া নৌকায় করে মুটজাল দিয়ে যখন মাছ ধরছিলেন তখন ফুলছড়ি উপজেলার রতনপুর হাজিরহাট এলাকায় তার জালে এই বিশাল ডলপিনটি আটকা পড়ে। অনেক পানি থেকে ডলপিনটি নৌকায় তোলা সম্ভব হলেও পরবর্তীতে তা মারা যায়। লম্বা চোয়ালের ধারালো দাঁত বিশিষ্ট এই ডলপিনটিকে স্থানীয় লোকজন জলজ প্রাণী সূচক বলেও সম্বোধন করে থাকেন। সম্ভবত বয়সের ভারে জরাজীর্ণ এই ডলপিনটি দুর্বল হয়ে জালে আটকা পড়ে। মৃত এই ডলপিনটি এখন বরফ দিয়ে রাখা হয়েছে। এলাকার বিপুল সংখ্যক কৌত‚হলী লোক ডলপিনটি দেখার জন্য জেলে নয়ার মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছে। ‘ঝুলে আছে’ সব কার্যক্রম স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ৩০ জুলাই। নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে এগিয়ে থাকা বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র হিসেবে দায়িত্ব নিচ্ছেন এটা শতভাগ নিশ্চিত। তবে তার সঙ্গে নতুন পরিষদে কাউন্সিলর হিসেবে কে কে নগরভবনে যাচ্ছেন সে বিষয়টি ঝুলে আছে। কবে বন্ধ থাকা ভোট কেন্দ্রের বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে, কবে গেজেট ঘোষণা করা হবে, সকল বিজয়ীর নাম ঘোষণার পর কবে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ তার সবই যেন ঝুলে রয়েছে। শেষ পর্যন্ত কতজন নতুন কাউন্সিলর হতে পারবেন তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। নতুন মেয়র আর কাউন্সিলররা কবে দায়িত্ব গ্রহণ করবেন সে বিষয়টি স্পষ্ট করে কেউ বলতে পারছেন না। নির্বাচনের পর থেকে বিএনপির বর্তমান মেয়র ও কাউন্সিলররা অনেকটা গা ছাড়াভাবে নগর ভবনে না আসায় নগরবাসী সকল সেবা কার্যক্রম থেকে বঞ্চিত রয়েছেন। পায়ুপথে তিন সোনার বার স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে রবিবার ৩টি সোনার বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। আটক যাত্রী মেহেদী হাসান (৩২) ঢাকার ডেমরা এলাকার একমত আলীর ছেলে। জানা গেছে, বেনাপোল চেকপোস্ট দিয়ে একটি বড় ধরনের সোনার চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে মেহেদী হাসান নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। পরে তার পায়ুপথে রাখা ৩০ ভরি ওজনের ৩টি সোনার বার এক্সরে করে বের করা হয়। আটক সোনার মূল্য ১৪ লাখ টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানান। আটক সোনা পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। বান্দরবানে বজ্রপাতে নিহত ২ নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৩০ সেপ্টেম্বর ॥ আলীকদম উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের তুলাতলী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার বাসিন্দা ইলিয়াছ আলীর ছেলে রবিউল ইসলাম (২২) ও আবদুল লতিফের ছেলে আলী জহুর (২৫)। এ ঘটনায় আব্দুর রহমান নামের আরেকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, রবিউল ও জহুর আলীসহ ৩জন রবিবার বিকেল সোয়া ৩টার দিকে বাড়ির পাশের জমিতে করলা ক্ষেতে কাজ করতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
×