ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাবিতে ভর্তিযুদ্ধ শুরু

প্রকাশিত: ০৫:৩৬, ১ অক্টোবর ২০১৮

 জাবিতে ভর্তিযুদ্ধ শুরু

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হলো ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তিযুদ্ধ। পরীক্ষা চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত পাঁচ শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম দুই প্রো-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিনসহ পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। ‘এ’ ইউনিটে ৪৩৫টি আসনের বিপরীতে ৬২ হাজার ২১৫ শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় ৮৫ ভাগ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন পরীক্ষা কমিটির সদস্য সচিব সহকারী রেজিস্ট্রার (শিক্ষা-১) আবু হাসান। আজ (১ অক্টোবর) ‘এ’ ইউনিটের বাকি তিনটি শিফটের পরীক্ষা এবং ‘এইচ’ ইউনিটের তিন শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
×