ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরের জেএমবির আঞ্চলিক কমান্ডারসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ০৫:৩৫, ১ অক্টোবর ২০১৮

  নাটোরের জেএমবির  আঞ্চলিক কমান্ডারসহ  গ্রেফতার ৫

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩০ সেপেটম্বর ॥ নাটোরে বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে বড়াইগ্রামের দোগাছী ইউনিটের আঞ্চলিক কমান্ডার জোবায়ের হোসেনসহ (৩৫) নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। রবিবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৭টি উগ্রবাদী বই, ৩টি লিফলেট, ৪টি মোবাইল, ৫টি সিম কার্ড, ২টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জোবায়ের হোসেন বড়াইগ্রাম উপজেলার দোগাছী গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে। অন্যরা হলো উপজেলার একইগ্রামের মোকছেদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান @ ফরহাদ (৩৬), মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩২), গোনাইহাটি গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে আলাউদ্দিন @ আব্বাস (৩৮), বর্ণি গ্রামের রজব আলী সরকারের ছেলে জাকারিয়া (২৩)। র‌্যাব-৫, সিপিসি-২ নাটোরের কোম্পানি কমান্ডার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন মিটিং চলাকালীন সময় বড়াইগ্রামের দোগাছী ইউনিটের আঞ্চলিক কমান্ডার জোবায়ের হোসেনসহ নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৫। এ সময় ৭টি উগ্রবাদী বই, ৩টি লিফলেট, ৪টি মোবাইল, ৫টি সিম কার্ড, ২টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। রংপুরে আনসারুল্লা বাংলাটিমের সদস্য নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, শনিবার রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম ও কালিগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা দুটি অভিযান চালিয়ে দুই জেএমবির সদস্য ও এক আনছারুল্লা বাংলাটিমের সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে দু’টি বিদেশী পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি ও বিপুল সংখ্যক জেহাদী বই। রবিবার দুপুরে নগরীর আলমনগর পানি উন্নয়ন বোর্ডের র‌্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব -১৩ অধিনায়ক মোজাম্মেল হক এসব তথ্য জানান। তিনি জানান, শনিবার লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লা বাংলাটিমের লালমনিরহাট জেলার প্রধান সমন্বয় মেহেদী সাদ্দাম হোসেন ওরফে সবুজকে (২২) গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও বিপুল সংখ্যক জেহাদী বই উদ্ধার করা হয়। র‌্যাবের অপর একটি দল পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুই জেএমবি সদস্য রুহুল আমীন (২২) ও মোহাম্মদ খোকনকে (২২) গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড তাজাগুলি ও বিপুলসংখ্যক জঙ্গীবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
×