ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশিত: ০৫:৩২, ১ অক্টোবর ২০১৮

 ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩০ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় ট্রাকটরের ধাক্কায় রুহুল আমিন ঘুটু (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার রাতে শিবগঞ্জ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। রুহুল আমিন পারপুগী এলাকার রশিদুল ইসলামের ছেলে ও জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ ট্রাকটরটি আটক করে আগুন লাগিয়ে দেয় এবং প্রায় দুই ঘণ্টা ঠাকুরগাঁও- পীরগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। মানিকগঞ্জে চালক নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় আবুল কালাম (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় অপর দুই আরোহী আহত হয়েছে। রবিবার সকালে শিবালয় উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালাম রাজবাড়ি জেলার চর দৌলতদিয়া এলাকায় শেখ মোহাম্মদ বেপারীর ছেলে। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জানান, সকালে পণ্যবোঝাই একটি ট্রাক পাটুরিয়া তিন নম্বর ফেরিঘাটে যাওয়ার সময় ওই মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম নিহত হয়। বি-বাড়িয়ায় পিকআপ যাত্রী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফারুক মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছে। রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকার সবিউল আহমেদের ছেলে। জানা গেছে, মহাসড়ক দিয়ে একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। ফরিদপুরে চালক নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক সাদ্দাম কবিরাজ (২৫) নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের খুশিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
×