ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মান্দায় ব্যাপক গণসংযোগ

প্রকাশিত: ০৫:৩০, ১ অক্টোবর ২০১৮

  মান্দায় ব্যাপক গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ সেপ্টেম্বর ॥ নওগাঁ-৪ (মান্দা) আসনে গণসংযোগ শুরু করেছেন অন্তত ডজনখানেক মনোনয়ন প্রত্যাশী। বিশেষ করে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিতে মনোনয়ন প্রত্যাশীদের হিড়িক পড়ে গেছে। এসব মনোনয়ন প্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় গিয়ে খোঁজখবর নেয়াসহ প্রার্থিতার জানান দিয়ে দোয়া চেয়ে নিচ্ছেন। শুভেচ্ছা বিনিময় করছেন নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীরা মাঠ পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গণসংযোগের পাশাপাশি অনেকে আবার দৌড়ঝাঁপ শুরু করেছেন কেন্দ্রে। এদের মধ্যে অনেকে লবিং গ্রুপিংকে প্রধান্য দিয়ে জেলা, বিভাগ ও কেন্দ্রীয় নেতাদের নিকট ধর্ণা দিতে শুরু করেছেন ইতোমধ্যেই। উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডে প্রতিশ্রুতিও শোনা যাচ্ছে মনোনয়ন প্রত্যাশীদের মুখে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে স্থানীয় দলীয় সূত্রে এমনটাই নিশ্চিত হওয়া গেছে। তবে বার্ধ্যক্যজনিত কারণে তিনি মনোনয়ন পাবেন কিনা এমন দোটানাতে রয়েছে স্থানীয় নেতা-কর্মীরা। তবে তিনি এলাকায় বিভিন্ন সরকারী কর্মসূচীতে যোগদান করে ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানাচ্ছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মান্নান গ্রামে গ্রামে পাড়ায়-মহল্লায় নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচার শুরু করেছেন। তিনি নিজেকে মনোনয়ন প্রত্যাশী দাবি করে নৌকাকে বিজয়ী করতে ব্যাপক জনমত সৃষ্টি করেছেন।
×