ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশাল-২ আসনে আলোচনায় সম্ভাব্য প্রার্থী ফারুক

প্রকাশিত: ০৫:২৮, ১ অক্টোবর ২০১৮

 বরিশাল-২ আসনে  আলোচনায় সম্ভাব্য প্রার্থী ফারুক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনার অগ্রভাগে রয়েছেন হ্যাট্রিক বিজয়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক। ইতোমধ্যে তিনি নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এ আসনের বর্তমান জনপ্রিয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসকে বরিশাল-৬ আসনে মনোনয়ন দেয়ার গুঞ্জন ওঠায় দলীয় নেতাকর্মী, সমর্থক থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের ভোটারদের আলোচনায় উঠে এসেছে বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম ফারুকের নাম। সমাজ ও মানব সেবার ব্রত নিয়ে ছাত্রজীবন থেকেই একজন দানশীল ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী, সমাজসেবী হিসেবে সর্বমহলে সুপরিচিত বরিশালের বানারীপাড়া উপজেলার কৃতী সন্তান আলহাজ গোলাম ফারুক। ২০০৯ সালে তিনি বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে বিপুল ভোটে ব্যবধানে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন। এরপর ২০১৪ ও ২০১৭ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অভূতপূর্ব উন্নয়ন ও অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে সবার হৃদয়ের ‘মধ্যমণি’ হয়ে উঠেছেন।
×