ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:১৫, ১ অক্টোবর ২০১৮

নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিমÐলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাচন বানচালের ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনে অংশগ্রহণের পথে আসতে বিএনপির প্রতি আহবান জানিয়ে বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই। এক্ষেত্রে কোন ষড়যন্ত্র সফল হবে না। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে রবিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা মাঠে আছেন। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন আলোকিত। সারাবিশ্বের মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছেন। দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নেই। আর বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশ অন্ধকারে চলে যাবে, সন্ত্রাস ও জঙ্গীবাদের উত্থান হবে। তাই ভোট দিতে জনগণকে ভুল করলে চলবে না। মনে রাখতে হবে এবারের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতিমন্ডলীর সদস্য এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুল হক রেজা প্রমুখ।
×