ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওজন কমাতে আধাবেলা ছুটি

প্রকাশিত: ০৫:১৫, ১ অক্টোবর ২০১৮

 ওজন কমাতে আধাবেলা ছুটি

শরীরের ওজন কমাতে আমরা নানা রকম কসরত করি। তবে চীনের ১০ বছরের ছাত্র জিয়াও লিয়াং অন্যদের জন্য দৃষ্টান্ত হতে পারে। স্থূলকায় এই ছেলেটি শুধু শরীরের বাড়তি মেদ ঝরাতে স্কুল থেকে প্রতিদিন অর্ধদিবস ছুটি আদায় করেছে। চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে ছেলেটির বাস। ১ দশমিক ৭৭ মিটার উচ্চতা বিশিষ্ট ছেলেটির ওজন ইতোমধ্যে ১০৫ কেজি ছাড়িয়েছে। বিষয়টি নিয়ে ছেলেটির বাবা-মা ও স্কুলের কয়েকজন শিক্ষক অত্যন্ত চিন্তিত ছিল। এরই মধ্যে ছেলেটি স্কুলজীবন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন অর্ধবেলা ছুটির আবেদন করে। বিষয়টি স্কুলের এক শিক্ষক আঁচ করতে পেরে ছুটি মঞ্জুরের জন্য অন্যদের অনুপ্রাণিত করে। ওই শিক্ষকের যুক্তি ছিল যে, একজন মানুষের জীবনে লেখাপড়া গুরুত্বপূর্ণ। তবে লেখাপড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শারীরিক সুস্থতা। এ খবর চাউর হলে অনেক গণমাধ্যম জিয়াও লিয়াংয়ের সাক্ষাতকার নিতে আসে। এ সময় ছেলেটি বলে, আমি সামান্য হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ি। আমার এই শারীরিক অসুবিধার কারণে বন্ধুরা আমার সঙ্গে বাস্কেটবল খেলতে চায় না। তাই আমি মেদ কমিয়ে আবার আগের জীবনে ফিরতে চাই। (খবরে ব্যবহৃত ছবিটি প্রতীকী) -গ্লোবাল টাইমস অবলম্বনে।
×